Breaking





Saturday, 7 June 2025

June 07, 2025

কেন্দ্রীয় সরকারের অধীনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ! স্টেট কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করুন আজই



Central Govn State Co-Ordinator Job Recruitment 2025

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীন স্টেট কো-অর্ডিনেটর পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি আয়োজিত হচ্ছে ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ Digital India Corporation-এর তরফে। নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
 

Central Govn State Co-Ordinator Job Recruitment 2025


স্টেট কো-অর্ডিনেটর (State Coordinator)
 

📊 শূন্যপদের সংখ্যা


মোট ৮টি শূন্যপদ, নিম্নলিখিত রাজ্যগুলির জন্য:
  • পশ্চিমবঙ্গ
  • অন্ধ্রপ্রদেশ
  • ওড়িশা
  • মিজোরাম
  • লাক্ষাদ্বীপ
  • পন্ডিচেরি
  • তেলেঙ্গানা
  
অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



চুক্তির মেয়াদ

এই পদে নিয়োগ হবে প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক, পরে প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।
 
🎓 শিক্ষাগত যোগ্যতা
  • যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
  • যাদের ইকোনোমিকস বা পলিটিকাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
 

🧰 অভিজ্ঞতা

  • ০ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ফ্রেশার (একেবারে অনভিজ্ঞ) প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 

🎯 বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ২০ বছর
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর
 

🧾 নিয়োগ পদ্ধতি

1.    আবেদন জমা পড়ার পর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স যাচাই করে একটি প্রাথমিক শর্টলিস্ট তৈরি হবে।
2.    শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
3.    ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই নিয়োগ চূড়ান্ত হবে।
 
🖥️ আবেদন পদ্ধতি (Online Application Process)

আবেদন করার ধাপ:

1.    অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।
2.    লগইন করে আবেদনপত্রে ব্যক্তিগত, শিক্ষাগত ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
3.    প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
4.    আবেদনের সব তথ্য একবার ভালোভাবে দেখে সাবমিট করুন।
💰 আবেদন সম্পূর্ণ ফ্রি! কোনো আবেদন ফি লাগবে না।
 

📬 যোগাযোগের ঠিকানা

Ms. Vinaya Viswanathan
Head – HR
Digital India Corporation
Electronics Niketan Annexe, 6 CGO Complex
Lodhi Road, New Delhi – 110003
📞 ফোন: 011-24303500 / 24360199
 

যদি আপনি কেন্দ্র সরকারের অধীনে কাজ করতে চান, তবে এই স্টেট কো-অর্ডিনেটর পদটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। পরীক্ষার ঝামেলা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ! তাই আর দেরি না করে এখনই আবেদন করুন এবং নিজের স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যান।
 
📢 আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট! নিয়মিত আরও সরকারি চাকরির খবর পেতে আমাদের ব্লগ ফলো করতে ভুলবেন না।

Friday, 16 May 2025

May 16, 2025

Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা

 


Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা

চাকরির সুযোগ পশ্চিমবঙ্গে: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা – সরাসরি ইন্টারভিউ, অনলাইন আবেদন চলছে : ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আয়োজন করা হচ্ছে একটি বিশেষ Job FairApprenticeship Mela। এই মেলায় পশ্চিমবঙ্গের আইটিআই, পলিটেকনিক ও ভোকেশনাল পাস করা বেকার যুবক-যুবতীদের জন্য সরাসরি চাকরির সুযোগ থাকছে। এক ছাদের নিচে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সামনে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে।

এই ব্লগে আপনি বিস্তারিত জানতে পারবেন:

  • কবে এবং কোথায় এই জব ফেয়ার হচ্ছে
  • কারা আবেদন করতে পারবেন
  • কীভাবে আবেদন করবেন
  • প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম

  

অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



📅 জব ফেয়ারের তারিখ ও স্থান:

  • তারিখ: ২০শে মে, ২০২৫ (সোমবার)
  • সময়: সকাল ১০টা থেকে
  • স্থান: সরকারি প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আমতলা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

🎯 এই চাকরি মেলার মূল বৈশিষ্ট্য:

  • পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
  • সরকারি ও বেসরকারি সংস্থাগুলির উপস্থিতিতে একাধিক চাকরির ইন্টারভিউ হবে।
  • অ্যাপ্রেন্টিস পদেও নিয়োগ করা হবে।
  • পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • চাকরি পেতে হলে আগে থেকে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক।

কারা আবেদন করতে পারবেন?

1.    ভোকেশনাল / পলিটেকনিক / আইটিআই উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

2.    আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

3.    বেকার এবং কর্মসংস্থানহীন চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

4.    কোনো প্রতিষ্ঠানে চাকরিরত বা অভিজ্ঞ প্রার্থীরা এই মেলায় যোগ দিতে পারবেন না


📝 কীভাবে আবেদন করবেন?

  • আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে
  • QR কোড স্ক্যান করে অথবা এই লিঙ্কে (tetsd.wb.gov.in/rojgar_seva/) গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • শেষ তারিখ: ১৯শে মে, ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য।

📞 যোগাযোগ:

যদি আবেদন বা অন্য কোনো বিষয়ে সমস্যা হয়, তাহলে নিচের মাধ্যমগুলি ব্যবহার করে সাহায্য নিতে পারেন:


🔔 গুরুত্বপূর্ণ টিপস:

  • অনলাইনে আবেদন করার পর ইন্টারভিউয়ের দিনে মূল কাগজপত্র সঙ্গে আনতে ভুলবেন না।
  • নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন, কারণ ইন্টারভিউ সকাল ১০টা থেকে শুরু হবে।
  • নিজেকে প্রস্তুত রাখুন, কারণ সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই নিয়োগ হবে।

যারা পশ্চিমবঙ্গে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য South 24 Parganas Job Fair 2025 একটি দুর্দান্ত সুযোগ। রাজ্যের উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে এই মেলা আয়োজিত হচ্ছে। তাই দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন এবং ২০ মে-র দিন প্রস্তুত হয়ে পৌঁছে যান ইন্টারভিউ দিতে।

Wednesday, 14 May 2025

May 14, 2025

INDIAN OVERSEAS BANK Recruitment 2025: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ৪০০ জন নিয়োগ ২০২৫


INDIAN OVERSEAS BANK Recruitment 2025

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (Indian Overseas Bank) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০০টি লোকাল ব্যাংক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

  • পদের নাম : Local Bank Officer
  • শূন্যপদের সংখ্যা : মোট ৪০০টি পদে নিয়োগ করা হবে।


🎓 শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে।
  • গ্রাজুয়েশনের সমতুল্য ডিগ্রিও গ্রহণযোগ্য।
  • আবেদনকারীর কাছে অবশ্যই মূল ডিগ্রি সার্টিফিকেট এবং রেজাল্ট থাকতে হবে।

  

অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



🎯 বয়সসীমা (Age Limit)

  • ন্যূনতম: ২০ বছর
  • সর্বোচ্চ: ৩০ বছর
  • সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
  • SC/ST, PwBD, OBC প্রার্থীদের জন্য নির্দিষ্ট ছাড় সংক্রান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে।

 

📝 নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়া হবে তিনটি ধাপে:

  1. লিখিত পরীক্ষা (Written Test)
    • মোট ৩ ঘণ্টা,
    • ১৪০টি MCQ প্রশ্ন।
  2. স্থানীয় ভাষা দক্ষতার পরীক্ষা (Local Language Proficiency Test)
  3. ইন্টারভিউ (Interview) – সফল প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪০০ জন নিয়োগ করা হবে।

 

💰 বেতন কাঠামো (Salary)

  • প্রাথমিক বেতন: 48,480/- প্রতি মাসে
  • এর সঙ্গে থাকবে অতিরিক্ত অ্যালাওয়েন্স ও সরকারি সুবিধা, যেমন: HRA, DA, এবং অন্যান্য ভাতা।

 

🖥️ আবেদন পদ্ধতি (How to Apply)

  • আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে:
    👉 www.iob.in
  • ওয়েবসাইটে গিয়ে “RECRUITMENT OF LOCAL BANK OFFICERS – 2025-26” বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে।
  • অনলাইন আবেদন ফর্ম পূরণ করে ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

 

💳 আবেদন ফি

  • General/OBC/EWS: 850/-
  • SC/ST/PwBD: 175/-

 

📌 গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

  • আবেদনের শুরু: ইতিমধ্যেই শুরু হয়েছে
  • আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫

 

🔗 সরাসরি লিঙ্কসমূহ


আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক হন এবং আপনার বয়স ও যোগ্যতা উপযুক্ত হয়, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের লোকাল অফিসার পদে আবেদন করে নিতে পারেন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মজীবনের সূচনা।

Tuesday, 13 May 2025

May 13, 2025

RRB NTPC 2025 Exam Date 2025: প্রকাশিত হলো RRB NTPC Exam 2025-এর তারিখ


RRB NTPC 2025 Exam Date 2025: প্রকাশিত হলো RRB NTPC Exam 2025-এর তারিখ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) গ্র্যাজুয়েট পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল Railway Recruitment Board (RRB)। যারা এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। চলুন দেখে নিই RRB NTPC Exam 2025 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য—পরীক্ষার তারিখ, নিয়মাবলী, সিলেবাস ও আরও অনেক কিছু।

 RRB NTPC 2025 পরীক্ষার তারিখ

RRB NTPC Graduate CBT (Computer-Based Test) ২০২৫ সালের ৫ জুন থেকে শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত চলবে।
এই ১৫ দিন ধরে বিভিন্ন শিফটে গোটা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে।

➡️ পরীক্ষার সময়সীমা: জুন ৫ - জুন ২৩, ২০২৫
➡️ পরীক্ষার ধরণ: অনলাইন কম্পিউটার বেসড টেস্ট (CBT)
➡️ পরীক্ষা পরিচালনাকারী সংস্থা: Railway Recruitment Boards (RRBs)

 

অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



      RRB NTPC 2025 পরীক্ষার সিলেবাস (সংক্ষেপে)

      CBT 1 (প্রথম পর্যায়):

      • General Awareness
      • Mathematics
      • General Intelligence & Reasoning

      CBT 2 (দ্বিতীয় পর্যায়):

      • CBT 1-এর বিষয়গুলিরই আরও উচ্চতর স্তরের প্রশ্ন
      • পদভেদে প্রশ্নের সংখ্যা ও নম্বর আলাদা

      📌 সর্বমোট নম্বর: 100
      📌 নেগেটিভ মার্কিং: প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে


      📋 পরীক্ষার দিন অনুসরণযোগ্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা

      • বৈধ Photo ID Proof নিয়ে যেতে হবে
      • RRB NTPC Admit Card ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষেধ
      • কোনো ইলেকট্রনিক গ্যাজেট (মোবাইল, স্মার্টওয়াচ) সম্পূর্ণ নিষিদ্ধ
      • রিপোর্টিং টাইম মেনে কেন্দ্রে পৌঁছাতে হবে

       

      🔍 গুরুত্বপূর্ণ কীওয়ার্ড (SEO জন্য উপযোগী):

      • RRB NTPC 2025 Exam Date
      • RRB NTPC Graduate CBT 2025
      • Railway NTPC Exam June 2025
      • RRB NTPC Syllabus & Instructions
      • RRB NTPC Admit Card Release Date
      • RRB NTPC Preparation Tips

      Monday, 12 May 2025

      May 12, 2025

      ANM GNM 2025 QUETSION ANSWER CLASS IX

       তোমরা যারা 2025 সালে WBJEE ANM GNM Entrance Exam দেবে তাদের জন্য আমাদের তরফ থেকে  ANM GNM Practice Set (Class 9 Life Science Chapter 2 MCQ)  টি Upload করা হল। এটি তোমাদের নার্সিং ট্রেনিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।


      জীবন সংগঠনের স্তর

       

      1 . মাইটোকনড্রিয়া প্রচুর পরিমাণে দেখা যায় যখন —

       [A] শরীরে ক্ষত ক্রিয়া করে

       [B] শরীরে অধিকমাত্রায় কার্যপ্রক্রিয়া চলে

       [C] শরীরে কম মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে

       [D] শরীরে সাধারণ মাত্রায় কার্যপ্রক্রিয়া চলে

       Ans :[B] শরীরে অধিকমাত্রায় কার্যপ্রক্রিয়া চলে

      2 . কোশ পর্দার অন্তর্গত যে লিপিড জাতীয় পদার্থ সবচেয়ে বেশি থাকে, সেটি হল —

       [A] ফসফোলিপিড

       [B] স্টেরয়েড

       [C] কোলেস্টেরল

       [D] কিউটিন

       Ans :[A] ফসফোলিপিড

      3 . তরুণাস্থিতে বর্তমান প্রোটিন—

       [A] অ্যাকটিন

       [B] মায়োসিন

       [C] জিলাটিন

       [D] কনড্রিন

       Ans :[D] কনড্রিন

      4 . অ্যাপোক্রাইন গ্রন্থির উদাহরণ হল —

       [A] স্তনগ্রন্থি

       [B] লালাগ্রন্থি

       [C] সিবেসিয়াম গ্রন্থি

       [D] থাইরয়েড

       Ans :  [A] স্তনগ্রন্থি

      5 . কোশ শব্দটির প্রবর্তক কে?

       [A] এরিস্টটল

       [B] হুক

       [C] স্বোয়ান

       [D] লিওয়েন হুক

       Ans :[B] হুক

      6 . স্ট্র্যাটিফায়েড স্কোয়াশমাস আবরণী কলা দেখা যায় —

       [A] পাকস্থলি

       [B] ফ্যারিংকেস -এ

       [C] ট্র্যাকিয়াতে

       [D] অন্ত্রে

       Ans :[B] ফ্যারিংকেস -এ

      7 . দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি কোনটি?

       [A] গ্যাসট্রিক নিমিয়ান

       (B) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

       [C] সারটেরিয়াল

       [D] বাইসেপস্

       Ans :(B) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

      8 . গলগি অ্যাপারেটাস অনুপস্থিত থাকে —

       [A] যকৃৎ কোশে

       [B] উন্নত উদ্ভিদে

       [C] নীলাভ সবুজ শৈবালে

       [D] ইস্টে

       Ans :[C] নীলাভ সবুজ শৈবালে

      9 . তরুনাস্থি যে কোশ দিয়ে গঠিত, তা হল —

       (A) তাকিট ও সাইট

       [B] পিনাকোসাইট

       [C] কন্ড্রোসাইট

       [D] কোনোটিই নয়

       Ans :[C] কন্ড্রোসাইট

      10 . ATP সংশ্লেষ হয় মাইটোকনড্রিয়ার—

       [A] ম্যাট্রিক্স-এ

       [B] ক্রিস্টিতে

       [C] বহিঃপর্দায়

       [D] অন্তঃক্রিস্টি অবস্থানে

       Ans :[B] ক্রিস্টিতে

      11 . কোশবাদের প্রবর্তক কে?

       [A] ওয়াটসন ও ক্রিক

       [B] স্লেইডেন ও স্বোয়ান

       [C] ড্যানিয়েল ও ড্যাভসন

       [D] সিঙ্গার ও নিকলসন

       Ans :[B] স্লেইডেন ও স্বোয়ান

      12 . মানুষের দেহে দেখা যায় না নিম্নলিখিত অস্থিটি —

       [A] হিউমেরাস

       [B] কারপাল

       [C] অ্যাস্টাগ্যালাস

       [D] রেডিয়াস

       Ans :[C] অ্যাস্টাগ্যালাস

      13 . কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায়?

       [A] ম্যাগনেসিয়াম

       [B] লৌহ

       [C] ক্যালসিয়াম

       [D] ফসফরাস

       Ans :[B] লৌহ

      14 . সজীব কোেশ প্রথম কে আবিষ্কার করেন?

       [A] রবার্ট ব্রাউন

       [B] রবার্ট হুক

       [C] লিউয়েন হক

       [D] স্বোয়ান

       Ans :[C] লিউয়েন হক

      15 . মানব ত্বকে ভিটামিন D সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে?

       [A] বিটা ক্যারোটিন

       [B] বিটা সায়ানিন

       [C] 7 ডিহাইড্রোকোলেস্টেরল

       [D] ক্যালসিকেরল

       Ans :[C] 7 ডিহাইড্রোকোলেস্টেরল

      16 . একটি উদ্ভিদ কোশকে নিম্নলিখিত কোন অবস্থায় রাখলে কোশের সংকোচন ঘটবে?

       [A] জল

       [B] কোশরস যুক্ত সমসারক দ্রবণ

       [C] অতিসারক দ্রবণ

       [D] লঘুসারক প্রবণ

       Ans :[C] অতিসারক দ্রবণ

      17 . কার্বোহাইড্রেটে হাইড্রোজেন  অক্সিজেনের অনুপাত কত?

       [A] 2:1

       [B] 1:2

       [C] 3:1

       [D] 1:3

       Ans :[A] 2:1

      18 . একটি উদ্ভিদের বিটপ অংশে কোন কলা পাওয়া যাবে?

       [A] ভাজক কলা

       [B] স্থায়ী কলা

       [C] ভাজক কলা ও স্থায়ী করা

       [D] কোনোটিই নয়

       Ans :[A] ভাজক কলা

      19 . মানবদেহে শতকরা কত ভাগ জল থাকে।

       [A] 25

       [B]35

       [C] 45

       (D) 65

       Ans :(D) 65

      20 . নিম্নলিখিত কোন কোশীয় অঙ্গাণুটি C2 চক্রের সাথে সম্পর্কিত ?

       [A] পেরোক্সিজোম

       [B] রাইবোজোম

       [C] গলগিবডি

       (D) লাইসোজোম

       Ans :[A] পেরোক্সিজোম

      21 . একজন পূর্ণবয়স্ক মানবদেহের মোট হাড়ের সংখ্যা কত?

       [A] 206

       [B] 208

       [C] 209

       [D] 211

       Ans :[A] 206

      22 . নীচের কোন অস্থিটি মানুষের হাতে পাওয়া যায় না ?

       [A] রেডিয়ান

       [B] আলনা

       [C] হিউমেরাস

       [D] ফিমার

       Ans :[D] ফিমার

      23 . ক্যালাস প্যাড নীচের কোথায় পাওয়া যায়?

       [A] সীভনলের প্রস্থ প্রাচীরে

       [B] ট্রাকিডের প্রাচীরে

       [C] ট্রাকিয়ার প্রাচীরে

       [D] সঙ্গীকোশের প্রাচীরে

       Ans :[A] সীভনলের প্রস্থ প্রাচীরে

      24 . NOR থেকে নিম্নলিখিত কোন অংশটি তৈরি হয়?

       [A] নিউক্লিওপর্দা

       [B] নিউক্লিওজালক

       (C) নিউক্লিওলাস

       [D] নিউক্লিওপ্লাজম

       Ans :(C) নিউক্লিওলাস

      25 . পারণকোন কোন প্রকার উদ্ভিদে দেখা যায়?

       [A] একবীজপত্রী

       [B] দ্বিবীজপত্রী

       [C] একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী

       [D] কোনোটিই নয়

       Ans :[A] একবীজপত্রী

      26 . খাদ্যে শ্বেতসারকে শনাক্ত করা যায় —

       [A] দানার আকৃতি থেকে

       [B] সাদা রং দেখে

       [C] শস্তি সময় থেকে

       [D] আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ থেকে

        Ans: [D] আয়োডিনের সংযোগে নীলবর্ণ ধারণ থেকে

      27.মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে অবস্থিত টেনিস র‍্যাকেটের ন্যায় বৃন্তযুক্ত গঠনকে কি বলে?

       (A) ডিপ্লোজোম

       [B] কোয়ান্টাজোম

       [C] অক্সিজোম

       [D] মাইক্রোজোম

        Ans: [C] অক্সিজোম

      28 . কোন উদ্ভিদ গোষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন?

       [A] শৈবাল

       [B] ছত্রাক

       [C] ব্রায়োফাইটা

       [D] টেরিডোফাইটা

      Ans: [B] ছত্রাক

      29 . উদ্ভিদের কোশপ্রাচীর যে ধরনের পর্দা থাকে —

       [A] অভেদ্য

       [B] ভেদ্য

       [C] অর্ধভেদ্য

       [D] প্রভেদক ভেদ্য

       Ans: [B] ভেদ্য

      30 . কোনটিকে ‘কোশের প্রোটিন ফ্যাক্টরি‘ বলে?

       [A] রাইবোজোম

       [B] মাইটোকনড্রিয়া

       [C] নিউক্লিয়াস

       [D] গলগি বডি

       Ans: [A] রাইবোজোম

      31 . সবচেয়ে বড় কুঁড়ি হল —

       [A] ফুলকপি

       [B] বাঁধাকপি

       [C] বিট

       [D] সূর্যমুখী

       Ans: [B] বাঁধাকপি

      32 . ফুসফুসের আবরণীকে কী বলে?

       [A] প্লুরা

       [B] পেরিকার্ডিয়াম

       [C] একক আবরণী

       [D] কোনোটিই নয়

       Ans: [A] প্লুরা

      33 . কোন কোশ অঙ্গাণুকে কোশের মস্তিষ্ক বলা হয়?

       [A] মাইটোকনড্রিয়া

       [B] নিউক্লিয়াস

       [C] লাইসোজোম

       [D] রাইবোজোম

      Ans: [B] নিউক্লিয়াস

      34 . উদ্ভিদের মৃত যান্ত্রিক কলাটির নাম হল —

       [A] কোলেনকাইমা

       [B] প্যারেনকাইমা

       [C] স্ক্লেরেনকাইমা

       [D] ফ্লোয়েম

      Ans: [C] স্ক্লেরেনকাইমা

      35 . উদ্ভিদের কোশপ্রাচীরের মুখ্য উপাদান হল —

       [A] পেকটিন

       [B] লিগনিন

       [C] সেলুলোজ

       [D] কাইটিন

       Ans: [C] সেলুলোজ

      36 . মানুষের নিম্নলিখিত কোন্ কোশটি বিভাজিত হয়?

       [A] লোহিত রক্তকণিকা

       [B] অনুচক্রিকা

       [C] স্নায়ুকোশ

       (D) শ্বেতরক্ত কণিকা

       Ans: (D) শ্বেতরক্ত কণিকা

      37 . কোন কোশ অঙ্গাণুটি আত্মঘাতি থলি‘ নামে পরিচিত?

       [A] রাইবোজোম

       [B] মাইটোকনড্রিয়া

       [C] গলগি বডি

       [D] লাইসোজোম

       Ans: [D] লাইসোজোম

      38 . বৃহত্তম প্রাণিকোশ কোনটি?

       [A] উটপাখির ডিম

       [B] পাখির X কোশ

       [C] স্নায়ু কোশ

       [D] সরেখ পেশি কোশ

       Ans: [A] উটপাখির ডিম

      39 . এরেনকাইমা কলা দেখা যায় —

       [A] সুন্দরী

       [B] মটর

       [C] ক্যাকটাস

       [D] পদ্ম

      Ans: [D] পদ্ম

      40 . উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে —

       [A] মনোস্যাকারাইড রূপে

       [B] সেলুলোজ রুপে

       [C] শ্বেতসার রূপে

       [D] গ্লাইকোজেন রূপে

      Ans: [C] শ্বেতসার রূপে

      41 . পারণ কোশ কোথায় দেখা যায়?

       [A] অন্তঃস্ত্বকের কোশে

       (B) বহিঃস্ত্বকের কোশে

       [C] কর্টেক্সের কোশে

       [D] মজ্জার কোশে

      Ans: [A] অন্তঃস্ত্বকের কোশে

      42 . মাস মেরিস্টেম ভাজক কলা কী ধরনের বিভাজন?

       [A] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন

       [B] অবস্থান অনুসারে বিভাজন

       [C] কার্যানুসারে বিভাজন

       (D) এর কোনওটাই নয়

      Ans: [A] কোশ বিভাজনের তল অনুসারে বিভাজন

      43 . নিম্নলিখিত কোন্‌টি নিউক্লিয়াসের অংশ নয়?

       [A] ক্রোমোজোম

       [B] নিউক্লিওলাস

       [C] সাইটোপ্লাজম

       [D] নিউক্লিয়ার এনভেলপ

      Ans: [C] সাইটোপ্লাজম

      44 . হ্যাভারসিয়ান সিস্টেম দেখা যায় —

       [A] পক্ষির অস্থিতে

       [B] সমস্ত প্রাণীকুলে

       [C] স্তন্যপায়ী প্রাণীদেহে

       [D] সরীসৃপের দেহে

      Ans: [C] স্তন্যপায়ী প্রাণীদেহে

      45 . বর্জ্য পদার্থপূর্ণ প্যারেনকাইমা কোশকে কি বলে?

       [A] ইডিওব্লাস্ট     

       [B] এরেনকাইমা           

      [C] প্রোসেনকাইমা         

      [D] ক্লোরেনকাইমা

      Ans: [A] ইডিওব্লাস্ট

      46 . বর্ণহীন প্লাসটিডকে বলা হয় —

       [A] ক্লোরোপ্লাসটিড

       [B] ক্রোমোপ্লাসটিড

       [C] লিউকোপ্লাসটিড

       [D] কোনোটিই নয়

      Ans: [C] লিউকোপ্লাসটিড

      47 . DNA-তে যে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল

       [A] ইউরাসিল

       (B) অ্যাডিনাইন

       (C) থাইমিন

       [D] সাইটোসিন

      Ans: [A] ইউরাসিল

      48 . যোগকলার প্রধান প্রোটিন হল —

       [A] কেরাটিন                  

      [B] কোলাজেন            

      [C] মেলানিন              

       [D] মায়োসিন

      Ans: [B] কোলাজেন

      49. মানবদেহের ওজনের কত শতাংশ জল —

       [A] 66

       [B] 50

       [C] 33

       [D] 10

      Ans: [A] 66

      50 . মানবদেহে সুযুম্নাকাণ্ডের থেকে নির্গত স্নায়ুর সংখ্যা হল —

       (A) 31 টি

       [B] 33 টি

       [C] 33 জোড়া

       [D] 31 জোড়া

       Ans: [D] 31 জোড়া

      51  .দুটি গ্লুকোজ অণু পরস্পর যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে, তা হলো —

       [A] হাইড্রোজেন বন্ধনী

       [B] পেপটাইড বন্ধনী

       [C] গ্লাইকোসাইডিক বন্ধনী

       [D] কোনোটিই নয়

       Ans: [C] গ্লাইকোসাইডিক বন্ধনী

      52 .একটি প্রাণীজ শ্বেতসারের উদাহরণ হল —

       [A] দানা শস্য

       [B] ল্যাকটোজ

       [C] গ্লাইকোজেন

       [D] ব্র্যাফিনোজ

       Ans: [C] গ্লাইকোজেন

      53. তেল স্বাভাবিক মাত্রায় তরল থাকে, কারণ—

       [A] সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ

       [B] অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ

       [C] আয়োডিন সংখ্যা কম

       [D] উচ্চ গলনাঙ্কযুক্ত

       Ans: [B] অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ

      54 . মানব চুলের ব্যাস হল —

       [A] 50 μm

       [B] 50 nm

       [C] 100 μm

       [D] 100 nm

       Ans: [C] 100 μm

      55 . জীবদেহের কোশীয় উপাদানের মধ্যে ম্যাক্রোএলিমেন্টের শতকরা পরিমাণ হল —

       [A] 5%

       [B] 95%

       [C] 9.5%

       [D] 50%

      Ans: [B] 95%

      56 . যে শাখায় কলার আনুবীক্ষণিক গঠন আলোচনা করা হয়—

       [A] অরোলজি

       [B] অস্টিওলজি

       [C] হিস্টোলজি

       (D) সেরোমোলজি

      Ans: [C] হিস্টোলজি

      57 . একটি দুর্বল ক্ষারের উদাহরণ হল —

       [A] অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড

       [B] সোডিয়াম হাইড্রোক্সাইড

       [C] ক্যালসিয়াম হাইড্রোক্সাইড

       [D] সবগুলি সঠিক

      Ans: [A] অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড

      58 . বায়োপলিমার বলা হয়—

       [A] DNA কে

       [B] RNA কে

       [C] DNA ও RNA কে

       [D] হিমোগ্লোবিনকে

       Ans: [C] DNA ও RNA কে

      59. এনার্জি কারেন্সি বলা হয় —

       [A] মাইটোকনড্রিয়া

       [B] প্রোটিন

       [C] ফ্যাট

       [D] ATP

      Ans: [D] ATP

      60 . ফ্যাটি অ্যাসিড বিহীন একটি লিপিড হল —

       [A] স্টেরয়েড

       [B] ফসফোলিক লিপিড

       [C] প্রোস্টাগ্লান্ডিন

       [D] লিউকোট্রিন

      Ans: [A] স্টেরয়েড

      61 . সেন্ট্রালডগমা মতবাদের প্রবক্তা হলেন–

       [A] ওয়াটসন

       [B] ক্রিক

       [C] ওয়াটসন ও ক্রিক

       [D] খুরানা

       Ans: [B] ক্রিক

      62 . এস্টার হল —

       [A] জৈব অম্ল ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন লবণ

       (B) গ্লিসারল ও অজৈব লবণের বিক্রিয়ায় উৎপন্ন লবণ

       [C] কোলেস্টেরল ও HCL-এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ

       [D] সবগুলি সঠিক

       Ans: [A] জৈব অম্ল ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন লবণ

      63 . নিম্নলিখিত কোন ভিটামিনের নাম ক্যালসিফেরল —

       [A] ভিটামিন-A

       [B] ভিটামিন-D

       [C] ভিটামিন-E

       [D] ভিটামিন-P

      Ans: [B] ভিটামিন-D

      64 . নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে প্রোথ্রম্বিনের মাত্রা কমে যায় ?

       [A] ভিটামিন-C     

      [B] ভিটামিন-P    

      [C] ভিটামিন-K            

      [D] ভিটামিন-D

      Ans: [C] ভিটামিন-K

      65 . পৃথিবীর ক্ষুদ্রতম কোশ হল —

       [A] মাইকোপ্লাজমা

       [B] ব্যাকটেরিয়া

       [C] অ্যামিবা

       [D] ভলভক্স

      Ans: [A] মাইকোপ্লাজমা

      66 . দ্বিতন্ত্রী RNA দেখা যায় —

       [A] সাইটোম্যাগালোভাইরাস

       [B] TMV

       [C] কলিফ্লাওয়ার fd

       [D] রিওভাইরাস

      Ans: [D] রিওভাইরাস

      67 . নিকটালোপিয়া হল —

       [A] কেরাটোম্যালেসিয়া

       [B] ফিনোডার্মা রোগ

       [C] টোডস্কিন রোগ

       [D] রাতকানা রোগ

      Ans: [D] রাতকানা রোগ

      68 . ক্যারিওলিম্ফ দেখা যায়—

       [A] সাইটোপ্লাজমে

       [B] নিউক্লিয়াসে

       [C] মাইটোকনড্রিয়াতে

       [D] লাইসোজোমে

      Ans: [B] নিউক্লিয়াসে

      69 . সর্বাপেক্ষা ক্ষুদ্র কোশ অঙ্গানুটি হল —

       [A] স্ফেরোজোম

       [B] রাইবোজোম

       [C] লাইসোজোম

       [D] পেরক্সিজোম

       Ans: [B] রাইবোজোম

      70 . চক্রাকার DNA নিম্নলিখিত কোন কোশ অঙ্গানুতে পাওয়া যায়?

       [A] মাইটোকনড্রিয়া

       [B] নিউক্লিয়াস

       [C] এন্ডোপ্লাজমিক জালিকা

       [D] রাইবোজোম

      Ans: [A] মাইটোকনড্রিয়া

      71 . চিলোসিস রোগ হল —

       [A] ত্বক ফাটা

       [B] জিভে ঘা

       [C] গলায় ঘা

       [D] ঠোঁট ফাটা

      Ans: [D] ঠোঁট ফাটা

      72 . দীর্ঘতম প্রাণী কোশ হল —

       [A] পেশী কোশ

       [B] স্নায়ু কোশ

       [C] অ্যাসিটাবুলেরিয়া

       [D] উট পাখির ডিম

      Ans: [B] স্নায়ু কোশBottom of Form