Wednesday, 1 October 2025
নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা!!! ২৭ সাল থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সময়সীমা!
চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে বিভিন্ন পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা।
আগামী শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষার সময়সীমা এগিয়ে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ নির্ধারিত সময়সীমার আগেই শুরু হবে পরীক্ষা।
এই অসুবিধার কথা সামনে আসতেই নড়েচড়ে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি অভ্যন্তরীণ বৈঠক করে তারা। সূত্রের খবর, ওই বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা মডারেটরাও উপস্থিত ছিলেন। তার পরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ছাত্রছাত্রীদের ওএমআর দেওয়া হবে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে।
দীর্ঘ প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। তবে তারা সমস্ত দায় ঠেলে দিয়েছে প্রশ্নকর্তা শিক্ষকদের উপর। এ প্রসঙ্গে সংসদের এক কর্তা বলেন, “এই সময়ের মধ্যে এত প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই অসুবিধার। ‘মডারেটর’দের (যে সমস্ত শিক্ষক প্রশ্ন তৈরি করেছেন) আরও সতর্ক হওয়া উচিত ছিল।” ওই কর্তা দাবি করেছেন, ৫০ নম্বরের উত্তর যাতে সহজে এবং দ্রুত দেওয়া যায় এমন প্রশ্ন করতেই নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফে। কিন্তু তা মানা হয়নি।
শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছেন পড়ুয়াদের সত্যের কথা মাথায় রেখে মূল্যায়ন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথম সেমিস্টারের পরীক্ষা এ বছর হয়েছে সকাল ১০ টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। যা পরের বছর থেকে হবে ৯টা ৫০ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
Saturday, 7 June 2025
কেন্দ্রীয় সরকারের অধীনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ! স্টেট কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করুন আজই
Central Govn State Co-Ordinator Job Recruitment 2025
Central Govn State Co-Ordinator Job Recruitment 2025
📊 শূন্যপদের সংখ্যা
- পশ্চিমবঙ্গ
- অন্ধ্রপ্রদেশ
- ওড়িশা
- মিজোরাম
- লাক্ষাদ্বীপ
- পন্ডিচেরি
- তেলেঙ্গানা
| অন্যান্য | পোষ্ট |
|---|---|
| SSC পরীক্ষা ক্যালেন্ডার | View |
| স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ | View |
| হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ | View |
⏳ চুক্তির মেয়াদ
- যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
- যাদের ইকোনোমিকস বা পলিটিকাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
🧰 অভিজ্ঞতা
- ০ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন
প্রার্থীরা আবেদন করতে পারবেন।
- ফ্রেশার (একেবারে অনভিজ্ঞ) প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
🎯 বয়সসীমা
- ন্যূনতম বয়স: ২০ বছর
- সর্বোচ্চ বয়স: ৪০ বছর
🧾 নিয়োগ পদ্ধতি
- আবেদন সম্পূর্ণ অনলাইনেই করতে হবে।
- অফিসিয়াল ওয়েবসাইট:
- 👉 https://ora.digitalindiacorporation.in/
- Download Notification :: Click Here
আবেদন করার ধাপ:
1. অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।📬 যোগাযোগের ঠিকানা
Head – HR
Digital India Corporation
Electronics Niketan Annexe, 6 CGO Complex
Lodhi Road, New Delhi – 110003
📞 ফোন: 011-24303500 / 24360199
Friday, 16 May 2025
Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা
Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা
চাকরির সুযোগ পশ্চিমবঙ্গে: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা – সরাসরি ইন্টারভিউ, অনলাইন আবেদন চলছে : ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আয়োজন করা হচ্ছে একটি বিশেষ Job Fair ও Apprenticeship Mela। এই মেলায় পশ্চিমবঙ্গের আইটিআই, পলিটেকনিক ও ভোকেশনাল পাস করা বেকার যুবক-যুবতীদের জন্য সরাসরি চাকরির সুযোগ থাকছে। এক ছাদের নিচে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সামনে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে।
এই ব্লগে আপনি বিস্তারিত জানতে পারবেন:
- কবে এবং কোথায় এই জব ফেয়ার হচ্ছে
- কারা আবেদন করতে পারবেন
- কীভাবে আবেদন করবেন
- প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম
| অন্যান্য | পোষ্ট |
|---|---|
| SSC পরীক্ষা ক্যালেন্ডার | View |
| স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ | View |
| হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ | View |
📅 জব ফেয়ারের তারিখ ও স্থান:
- তারিখ: ২০শে মে, ২০২৫ (সোমবার)
- সময়: সকাল ১০টা থেকে
- স্থান: সরকারি প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল
ট্রেনিং ইনস্টিটিউট, আমতলা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ
🎯 এই চাকরি মেলার মূল বৈশিষ্ট্য:
- পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের
আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
- সরকারি ও বেসরকারি সংস্থাগুলির
উপস্থিতিতে একাধিক চাকরির ইন্টারভিউ হবে।
- অ্যাপ্রেন্টিস পদেও নিয়োগ করা হবে।
- পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে
পারবেন।
- চাকরি পেতে হলে আগে থেকে অনলাইনে আবেদন করা
বাধ্যতামূলক।
✅ কারা আবেদন করতে পারবেন?
1.
ভোকেশনাল / পলিটেকনিক / আইটিআই উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
2.
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
হতে হবে।
3.
বেকার এবং কর্মসংস্থানহীন চাকরিপ্রার্থীরা
অংশগ্রহণ করতে পারবেন।
4. কোনো প্রতিষ্ঠানে চাকরিরত বা অভিজ্ঞ প্রার্থীরা এই মেলায় যোগ দিতে পারবেন না।
📝 কীভাবে আবেদন করবেন?
- আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে।
- QR কোড স্ক্যান করে অথবা এই লিঙ্কে
(tetsd.wb.gov.in/rojgar_seva/) গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- শেষ তারিখ: ১৯শে মে, ২০২৫ পর্যন্ত আবেদন
গ্রহণযোগ্য।
📞 যোগাযোগ:
যদি আবেদন বা অন্য কোনো বিষয়ে সমস্যা
হয়, তাহলে নিচের মাধ্যমগুলি ব্যবহার করে সাহায্য নিতে পারেন:
- হেল্পলাইন নম্বর:
033-2450 1341
- ওয়েবসাইট: tetsd.wb.gov.in/rojgar_seva
🔔 গুরুত্বপূর্ণ টিপস:
- অনলাইনে আবেদন করার পর ইন্টারভিউয়ের দিনে মূল কাগজপত্র
সঙ্গে আনতে ভুলবেন না।
- নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন, কারণ ইন্টারভিউ সকাল
১০টা থেকে শুরু হবে।
- নিজেকে প্রস্তুত রাখুন, কারণ সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই
নিয়োগ হবে।
যারা পশ্চিমবঙ্গে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য South 24 Parganas Job Fair 2025 একটি দুর্দান্ত সুযোগ। রাজ্যের উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে এই মেলা আয়োজিত হচ্ছে। তাই দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন এবং ২০ মে-র দিন প্রস্তুত হয়ে পৌঁছে যান ইন্টারভিউ দিতে।
Wednesday, 14 May 2025
INDIAN OVERSEAS BANK Recruitment 2025: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ৪০০ জন নিয়োগ ২০২৫
INDIAN OVERSEAS BANK Recruitment 2025
চাকরিপ্রার্থীদের
জন্য বড় সুখবর! ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (Indian Overseas Bank) ২০২৫-২৬ অর্থবছরের
জন্য ৪০০টি লোকাল ব্যাংক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি
প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত
হবে।
- পদের নাম : Local Bank Officer
- শূন্যপদের সংখ্যা : মোট ৪০০টি পদে নিয়োগ করা হবে।
🎓 শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীদের
অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে।
- গ্রাজুয়েশনের
সমতুল্য ডিগ্রিও গ্রহণযোগ্য।
- আবেদনকারীর কাছে
অবশ্যই মূল ডিগ্রি সার্টিফিকেট এবং রেজাল্ট থাকতে হবে।
| অন্যান্য | পোষ্ট |
|---|---|
| SSC পরীক্ষা ক্যালেন্ডার | View |
| স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগ | View |
| হাসপাতালে হাউস স্টাফ নিয়োগ | View |
🎯 বয়সসীমা (Age Limit)
- ন্যূনতম: ২০
বছর
- সর্বোচ্চ: ৩০
বছর
- সংরক্ষিত শ্রেণির
প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
- SC/ST,
PwBD, OBC প্রার্থীদের জন্য
নির্দিষ্ট ছাড় সংক্রান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে।
📝 নিয়োগ প্রক্রিয়া
এই
নিয়োগ প্রক্রিয়া হবে তিনটি ধাপে:
- লিখিত পরীক্ষা
(Written Test) –
- মোট ৩ ঘণ্টা,
- ১৪০টি
MCQ প্রশ্ন।
- স্থানীয় ভাষা
দক্ষতার পরীক্ষা (Local Language Proficiency Test)
- ইন্টারভিউ
(Interview) – সফল প্রার্থীদের
মধ্য থেকে চূড়ান্তভাবে ৪০০ জন নিয়োগ করা হবে।
💰 বেতন কাঠামো (Salary)
- প্রাথমিক বেতন:
₹48,480/- প্রতি মাসে
- এর সঙ্গে থাকবে
অতিরিক্ত অ্যালাওয়েন্স ও সরকারি সুবিধা, যেমন: HRA, DA, এবং অন্যান্য
ভাতা।
🖥️ আবেদন পদ্ধতি (How to Apply)
- আবেদন করতে হবে
অনলাইনে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে:
👉 www.iob.in - ওয়েবসাইটে গিয়ে
“RECRUITMENT OF LOCAL BANK OFFICERS – 2025-26” বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে
নিতে হবে।
- অনলাইন আবেদন
ফর্ম পূরণ করে ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।
💳 আবেদন ফি
- General/OBC/EWS: ₹850/-
- SC/ST/PwBD: ₹175/-
📌 গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
- আবেদনের শুরু: ইতিমধ্যেই শুরু হয়েছে
- আবেদনের শেষ
তারিখ: ৩১ মে ২০২৫
🔗 সরাসরি লিঙ্কসমূহ

.webp)


