Breaking





Wednesday, 1 October 2025

October 01, 2025

JENPAS UG BIOLOGY QUESTION ANSWER

 নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের প্রতিবেদনে তোমাদের সাথে আমি তোমাদের আগত জেনপাস পরীক্ষার বায়োলজির উদ্ভিদের শ্বসন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করে নেবো।






Category I
1. শ্বসন একপ্রকার -
a. উপচিতি প্রক্রিয়া
c. অপচিতি প্রক্রিয়া
b. ভৌত প্রক্রিয়া
d. জীবজ ভৌত প্রক্রিয়া
2. কোশের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে সেটি হল-
a. মাইটোকন্ড্রিয়া
b. গলগি বডিস
c. রাইবোজোম
d. ক্লোরোপ্লাস্ট
3. শ্বসনের জন্য শ্বসনবস্তু হল-
a. গ্লুকোজ ও ফ্রুক্টোজ
b. গ্লুকোজ ও সুক্রোজ
c. গ্লুকোজ + O2
d. গ্লুকোজ + CO2
4. কোন্ ধরনের শ্বসন বস্তু থেকে সর্বাধিক সংখ্যায় ATP উৎপন্ন হয়?
a. কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড
b. গ্লুকোজ
c. অ্যামাইলেজ
d. গ্লাইকোজেন
5. সন্ধান হল একপ্রকার -
a. অবাত শ্বসন
b. কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ প্রক্রিয়া
c. কার্বোহাইড্রেটের সম্পূর্ণ জারণ প্রক্রিয়া
d. এর মধ্যে কোনোটিই নয়
6. সন্ধান হল একটি-
a. অসম্পূর্ণ জারণ
b. অবাত শ্বসন
c. রেচন
d. এর মধ্যে কোনোটিই নয়
7. অ্যালকোহলের সন্ধান কীসের উপস্থিতিতে ঘটে?
a. জাইমেজ 
b. অ্যামাইলেজ
c. ইনভার্টেজ 
d. মলটেজ
৪. অবাত শ্বসন কোশের কোন অংশে ঘটে?
a. রাইবোজোমে 
b. নিউক্লিয়াসে 
c. কোশগহ্বরে 
d. সাইটোপ্লাজমে
9. সবাত এবং অবাত শ্বসনের মধ্যে সাধারণ পর্যায় কোনটি?
a. গ্লাইকোলাইসিস
b. ক্রেবস চক্র
c. সন্ধান প্রক্রিয়া
d. প্রান্তীয় শ্বসন
10. সবাত শ্বসনের সাধারণ সংকেত-
(a) 6CO2 + 6H2O→ C6H12O6 + 602
(b) C6H12O6 + 6O2→6CO2 + 6H2O + 686 kcal
(c) C6H12O6→2C2H5OH+6CO2 + 2ATP
(d) C6H12O6→2C3H6O3 + 2ATP
11. অবাত শ্বসনে মোট শক্তি (ATP) লাভ হয়-
(a) দুটি ATP
(b) একটি ATP
(c) চারটি ATP
(d) তিনটি ATP
12. প্রাণীকোশে প্রথম পর্যায়ে গ্লুকোজের জারণকে বলে -
a. ক্রেবস চক্র
b. গ্লাইকোলাইসিস
c. অক্সিডেটিভ ফসফোরাইলেশন
d. ETC
13. গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয়, সেটি হল
a. হেক্সোকাইনেজ
b. আইসোমারেজ
c. ফসফোকাইনেজ
d. ফসফোহেক্সোকাইনেজ
14. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়?
a. এক অণু
b. দু-অণু
c. তিন অণু
d. চার অণু
15. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে ক-টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয়?
(a) 2-C
(b) 3-C
(c) 4-C
(d) 5-C
16. কোন্ বিক্রিয়ায় NAD+-এর বিজারণ ঘটে?
(a) গ্লুকোজ গ্লুকোজ-6-ফসফেট
(b) ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট PGALd + DHAP
(c) গ্লুকোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 6-ফসফেট
(d) PGALD PGA
17. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে -
a. প্রোটিন গ্লুকোজে পরিণত হয়
b. গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়
c. শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়
d. গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
18. EMP থেকে মোট উৎপন্ন হয়-
a. 6 ATP 
b. 8 АТР 
с. 24 ATP
d. 38 ATP
19. পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল CoA-তে পরিণত হওয়ার সময় উৎপন্ন হয়?
(a) CO₂ এবং H₂O
(b) CO₂ এবং NADH + H+
(c) CO₂ এবং NAD
(d) CO₂ এবং O2
20. ক্রেবস চক্র কোথায় হয়?
(a) ER-এর ভেসিকলে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) ডিকটিওজোমে
(d) ক্লোরোপ্লাস্টে
21. ক্রেবস চক্রে কী হয়?
(a) পাইরুভিক অ্যাসিড CO2 এবং H2O-তে পরিণত হয়
(b) ADP পরিণত হয় ATP-এ
(c) গ্লুকোজ CO2-এ পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
22. ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম -
(a) কিটোগ্লুটারিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড→ অক্সালো সাকসিনিক অ্যাসিড
(b) আইসোসাইট্রিক অ্যাসিড অক্সালো সাকসিনিক অ্যাসিড → Alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) আইসোসাইট্রিক অ্যাসিড ৫-কিটোগ্লুটারিক অ্যাসিড → অক্সালো সাকসিনিক অ্যাসিড
(d) অক্সালো সাকসিনিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড→ alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
23. ক্রেবস চক্রে NAD কী হিসেবে কাজ করে?
(a) অক্সিজেনের গ্রহীতা
(b) হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রনের গ্রহীতা
(c) অক্সিজেনের দাতা (d) ফসফেট আয়নের দাতা
24. নিম্নলিখিত কোন বিক্রিয়ায় সাবস্ট্রেট ফসফোরাইলেশন ঘটে?
(a) ফিউম্যারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড
(b) অক্সালো সাকসিনিক অ্যাসিড alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড
(d) সাকসিনিক অ্যাসিড ফিউম্যারিক অ্যাসিড
25. ATP-এর সংশ্লেষণ ঘটে-
(a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় 
(b) মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়
(c) ম্যাট্রিক্স (ধাত্র)-এ 
(d) ওপরের কোনোটিতেই নয়

Category II
1. কোন্ জীবে অবাত শ্বসন লক্ষ করা যায়?
a. ইস্ট
b. অ্যামিবা
c. Ascaris
d. Monocystis
2. কোন্ কোন্ ব্যাকটেরিয়া গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে?
a. Arthrobacter
b. E. coli
c. Clostridium
d. Micrococcus
3. সবাত শ্বসনে ইলেকট্রন পরিবহণ তন্ত্রে বাহকগুলি হল
a. সাইটোক্রোম-b
b. সাক্সিনেট ইউবিকুইনোন অক্সিডেরিডাকটেজ
c. সাইটোক্রোম-a3
d. প্লাস্টোকুইনন
4. অ্যামাইলেজ উৎপাদনকারী ছত্রাকগুলি হল
a. Aspergillus niger
b. Aspergillus oryzae
c. Saccharomyces cerevisae
d. Ascobolous
5. কোন্ প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না?
a. সন্ধান
b. সবাত শ্বসন
c. ইলেকট্রন পরিবহণ তন্ত্র
d. অবাত শ্বসন
6. গ্লাইকোলাইসিসের শেষে নিম্নলিখিত কোনগুলি উৎপন্ন হয়?
a. ATP
b. OAA
c. পাইরুভিক অ্যাসিড
d. PEP

JENPAS BIJAY BATCH LINK : CLICK HERE


October 01, 2025

নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা!!! ২৭ সাল থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সময়সীমা!

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে বিভিন্ন পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা।



আগামী শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষার সময়সীমা এগিয়ে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ নির্ধারিত সময়সীমার আগেই শুরু হবে পরীক্ষা।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে অঙ্ক, পদার্থবিদ্যা, হিসাবশাস্ত্র ও রাশিবিজ্ঞানের মতো পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারিনি পরীক্ষার্থীরা। আবার অনেকে উত্তর দিলেও তা আন্দাজে দিয়েছে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্তা জানান, ‘‘এ বছর বেশ কিছু পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে সমস্যায় পড়েছিল পরীক্ষার্থীরা। এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে পুনরায় না হতে হয় আমরা পরীক্ষার সময়সীমা এগিয়ে আনলাম।’’

এই অসুবিধার কথা সামনে আসতেই নড়েচড়ে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি অভ্যন্তরীণ বৈঠক করে তারা‌। সূত্রের খবর, ওই বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা মডারেটরাও উপস্থিত ছিলেন। তার পরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ছাত্রছাত্রীদের ওএমআর দেওয়া হবে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে।

দীর্ঘ প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। তবে তারা সমস্ত দায় ঠেলে দিয়েছে প্রশ্নকর্তা শিক্ষকদের উপর। এ প্রসঙ্গে সংসদের এক কর্তা বলেন, “এই সময়ের মধ্যে এত প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই অসুবিধার। ‘মডারেটর’দের (যে সমস্ত শিক্ষক প্রশ্ন তৈরি করেছেন) আরও সতর্ক হওয়া উচিত ছিল।” ওই কর্তা দাবি করেছেন, ৫০ নম্বরের উত্তর যাতে সহজে এবং দ্রুত দেওয়া যায় এমন প্রশ্ন করতেই নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফে। কিন্তু তা মানা হয়নি।

শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছেন পড়ুয়াদের সত্যের কথা মাথায় রেখে মূল্যায়ন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম সেমিস্টারের পরীক্ষা এ বছর হয়েছে সকাল ১০ টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। যা পরের বছর থেকে হবে ৯টা ৫০ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।












Saturday, 7 June 2025

June 07, 2025

কেন্দ্রীয় সরকারের অধীনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ! স্টেট কো-অর্ডিনেটর পদের জন্য আবেদন করুন আজই



Central Govn State Co-Ordinator Job Recruitment 2025

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অধীন স্টেট কো-অর্ডিনেটর পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগটি আয়োজিত হচ্ছে ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের অধীনস্থ Digital India Corporation-এর তরফে। নিয়োগ প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
 

Central Govn State Co-Ordinator Job Recruitment 2025


স্টেট কো-অর্ডিনেটর (State Coordinator)
 

📊 শূন্যপদের সংখ্যা


মোট ৮টি শূন্যপদ, নিম্নলিখিত রাজ্যগুলির জন্য:
  • পশ্চিমবঙ্গ
  • অন্ধ্রপ্রদেশ
  • ওড়িশা
  • মিজোরাম
  • লাক্ষাদ্বীপ
  • পন্ডিচেরি
  • তেলেঙ্গানা
  
অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



চুক্তির মেয়াদ

এই পদে নিয়োগ হবে প্রাথমিকভাবে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক, পরে প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।
 
🎓 শিক্ষাগত যোগ্যতা
  • যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে।
  • যাদের ইকোনোমিকস বা পলিটিকাল সায়েন্সে মাস্টার্স ডিগ্রি রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।
 

🧰 অভিজ্ঞতা

  • ০ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • ফ্রেশার (একেবারে অনভিজ্ঞ) প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।
 

🎯 বয়সসীমা

  • ন্যূনতম বয়স: ২০ বছর
  • সর্বোচ্চ বয়স: ৪০ বছর
 

🧾 নিয়োগ পদ্ধতি

1.    আবেদন জমা পড়ার পর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স যাচাই করে একটি প্রাথমিক শর্টলিস্ট তৈরি হবে।
2.    শর্টলিস্টেড প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
3.    ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই নিয়োগ চূড়ান্ত হবে।
 
🖥️ আবেদন পদ্ধতি (Online Application Process)

আবেদন করার ধাপ:

1.    অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে নতুন রেজিস্ট্রেশন করতে হবে।
2.    লগইন করে আবেদনপত্রে ব্যক্তিগত, শিক্ষাগত ও অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
3.    প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
4.    আবেদনের সব তথ্য একবার ভালোভাবে দেখে সাবমিট করুন।
💰 আবেদন সম্পূর্ণ ফ্রি! কোনো আবেদন ফি লাগবে না।
 

📬 যোগাযোগের ঠিকানা

Ms. Vinaya Viswanathan
Head – HR
Digital India Corporation
Electronics Niketan Annexe, 6 CGO Complex
Lodhi Road, New Delhi – 110003
📞 ফোন: 011-24303500 / 24360199
 

যদি আপনি কেন্দ্র সরকারের অধীনে কাজ করতে চান, তবে এই স্টেট কো-অর্ডিনেটর পদটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। পরীক্ষার ঝামেলা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ! তাই আর দেরি না করে এখনই আবেদন করুন এবং নিজের স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যান।
 
📢 আপনার বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করুন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট! নিয়মিত আরও সরকারি চাকরির খবর পেতে আমাদের ব্লগ ফলো করতে ভুলবেন না।

Friday, 16 May 2025

May 16, 2025

Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা

 


Kolkata Job Fair 2025 Join Now: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা

চাকরির সুযোগ পশ্চিমবঙ্গে: ২০২৫ সালের জব ফেয়ার ও অ্যাপ্রেন্টিস মেলা – সরাসরি ইন্টারভিউ, অনলাইন আবেদন চলছে : ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় আয়োজন করা হচ্ছে একটি বিশেষ Job FairApprenticeship Mela। এই মেলায় পশ্চিমবঙ্গের আইটিআই, পলিটেকনিক ও ভোকেশনাল পাস করা বেকার যুবক-যুবতীদের জন্য সরাসরি চাকরির সুযোগ থাকছে। এক ছাদের নিচে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সামনে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ মিলবে।

এই ব্লগে আপনি বিস্তারিত জানতে পারবেন:

  • কবে এবং কোথায় এই জব ফেয়ার হচ্ছে
  • কারা আবেদন করতে পারবেন
  • কীভাবে আবেদন করবেন
  • প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যম

  

অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



📅 জব ফেয়ারের তারিখ ও স্থান:

  • তারিখ: ২০শে মে, ২০২৫ (সোমবার)
  • সময়: সকাল ১০টা থেকে
  • স্থান: সরকারি প্রভাস রায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আমতলা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ

🎯 এই চাকরি মেলার মূল বৈশিষ্ট্য:

  • পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
  • সরকারি ও বেসরকারি সংস্থাগুলির উপস্থিতিতে একাধিক চাকরির ইন্টারভিউ হবে।
  • অ্যাপ্রেন্টিস পদেও নিয়োগ করা হবে।
  • পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।
  • চাকরি পেতে হলে আগে থেকে অনলাইনে আবেদন করা বাধ্যতামূলক।

কারা আবেদন করতে পারবেন?

1.    ভোকেশনাল / পলিটেকনিক / আইটিআই উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

2.    আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

3.    বেকার এবং কর্মসংস্থানহীন চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

4.    কোনো প্রতিষ্ঠানে চাকরিরত বা অভিজ্ঞ প্রার্থীরা এই মেলায় যোগ দিতে পারবেন না


📝 কীভাবে আবেদন করবেন?

  • আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে
  • QR কোড স্ক্যান করে অথবা এই লিঙ্কে (tetsd.wb.gov.in/rojgar_seva/) গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • শেষ তারিখ: ১৯শে মে, ২০২৫ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য।

📞 যোগাযোগ:

যদি আবেদন বা অন্য কোনো বিষয়ে সমস্যা হয়, তাহলে নিচের মাধ্যমগুলি ব্যবহার করে সাহায্য নিতে পারেন:


🔔 গুরুত্বপূর্ণ টিপস:

  • অনলাইনে আবেদন করার পর ইন্টারভিউয়ের দিনে মূল কাগজপত্র সঙ্গে আনতে ভুলবেন না।
  • নির্ধারিত সময়ে উপস্থিত থাকুন, কারণ ইন্টারভিউ সকাল ১০টা থেকে শুরু হবে।
  • নিজেকে প্রস্তুত রাখুন, কারণ সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতেই নিয়োগ হবে।

যারা পশ্চিমবঙ্গে একটি স্থায়ী ও সম্মানজনক চাকরির সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য South 24 Parganas Job Fair 2025 একটি দুর্দান্ত সুযোগ। রাজ্যের উদ্যোগে বেকারদের কর্মসংস্থানের পথ সুগম করতে এই মেলা আয়োজিত হচ্ছে। তাই দেরি না করে আজই অনলাইনে আবেদন করুন এবং ২০ মে-র দিন প্রস্তুত হয়ে পৌঁছে যান ইন্টারভিউ দিতে।

Wednesday, 14 May 2025

May 14, 2025

INDIAN OVERSEAS BANK Recruitment 2025: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে ৪০০ জন নিয়োগ ২০২৫


INDIAN OVERSEAS BANK Recruitment 2025

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (Indian Overseas Bank) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০০টি লোকাল ব্যাংক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে।

  • পদের নাম : Local Bank Officer
  • শূন্যপদের সংখ্যা : মোট ৪০০টি পদে নিয়োগ করা হবে।


🎓 শিক্ষাগত যোগ্যতা

  • আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে।
  • গ্রাজুয়েশনের সমতুল্য ডিগ্রিও গ্রহণযোগ্য।
  • আবেদনকারীর কাছে অবশ্যই মূল ডিগ্রি সার্টিফিকেট এবং রেজাল্ট থাকতে হবে।

  

অন্যান্যপোষ্ট
SSC পরীক্ষা ক্যালেন্ডারView
স্টেট ব্যাঙ্কে অফিসার পদে নিয়োগView
হাসপাতালে হাউস স্টাফ নিয়োগView



🎯 বয়সসীমা (Age Limit)

  • ন্যূনতম: ২০ বছর
  • সর্বোচ্চ: ৩০ বছর
  • সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
  • SC/ST, PwBD, OBC প্রার্থীদের জন্য নির্দিষ্ট ছাড় সংক্রান্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া আছে।

 

📝 নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগ প্রক্রিয়া হবে তিনটি ধাপে:

  1. লিখিত পরীক্ষা (Written Test)
    • মোট ৩ ঘণ্টা,
    • ১৪০টি MCQ প্রশ্ন।
  2. স্থানীয় ভাষা দক্ষতার পরীক্ষা (Local Language Proficiency Test)
  3. ইন্টারভিউ (Interview) – সফল প্রার্থীদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৪০০ জন নিয়োগ করা হবে।

 

💰 বেতন কাঠামো (Salary)

  • প্রাথমিক বেতন: 48,480/- প্রতি মাসে
  • এর সঙ্গে থাকবে অতিরিক্ত অ্যালাওয়েন্স ও সরকারি সুবিধা, যেমন: HRA, DA, এবং অন্যান্য ভাতা।

 

🖥️ আবেদন পদ্ধতি (How to Apply)

  • আবেদন করতে হবে অনলাইনে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে:
    👉 www.iob.in
  • ওয়েবসাইটে গিয়ে “RECRUITMENT OF LOCAL BANK OFFICERS – 2025-26” বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে।
  • অনলাইন আবেদন ফর্ম পূরণ করে ৩১ মে ২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

 

💳 আবেদন ফি

  • General/OBC/EWS: 850/-
  • SC/ST/PwBD: 175/-

 

📌 গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

  • আবেদনের শুরু: ইতিমধ্যেই শুরু হয়েছে
  • আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৫

 

🔗 সরাসরি লিঙ্কসমূহ


আপনি যদি ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে ইচ্ছুক হন এবং আপনার বয়স ও যোগ্যতা উপযুক্ত হয়, তবে এই সুযোগ হাতছাড়া করবেন না। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের লোকাল অফিসার পদে আবেদন করে নিতে পারেন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মজীবনের সূচনা।