Breaking





Wednesday, 1 October 2025

JENPAS UG BIOLOGY QUESTION ANSWER

 নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের প্রতিবেদনে তোমাদের সাথে আমি তোমাদের আগত জেনপাস পরীক্ষার বায়োলজির উদ্ভিদের শ্বসন অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করে নেবো।






Category I
1. শ্বসন একপ্রকার -
a. উপচিতি প্রক্রিয়া
c. অপচিতি প্রক্রিয়া
b. ভৌত প্রক্রিয়া
d. জীবজ ভৌত প্রক্রিয়া
2. কোশের যে অংশে শ্বসন প্রক্রিয়া ঘটে সেটি হল-
a. মাইটোকন্ড্রিয়া
b. গলগি বডিস
c. রাইবোজোম
d. ক্লোরোপ্লাস্ট
3. শ্বসনের জন্য শ্বসনবস্তু হল-
a. গ্লুকোজ ও ফ্রুক্টোজ
b. গ্লুকোজ ও সুক্রোজ
c. গ্লুকোজ + O2
d. গ্লুকোজ + CO2
4. কোন্ ধরনের শ্বসন বস্তু থেকে সর্বাধিক সংখ্যায় ATP উৎপন্ন হয়?
a. কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড
b. গ্লুকোজ
c. অ্যামাইলেজ
d. গ্লাইকোজেন
5. সন্ধান হল একপ্রকার -
a. অবাত শ্বসন
b. কার্বোহাইড্রেটের অসম্পূর্ণ জারণ প্রক্রিয়া
c. কার্বোহাইড্রেটের সম্পূর্ণ জারণ প্রক্রিয়া
d. এর মধ্যে কোনোটিই নয়
6. সন্ধান হল একটি-
a. অসম্পূর্ণ জারণ
b. অবাত শ্বসন
c. রেচন
d. এর মধ্যে কোনোটিই নয়
7. অ্যালকোহলের সন্ধান কীসের উপস্থিতিতে ঘটে?
a. জাইমেজ 
b. অ্যামাইলেজ
c. ইনভার্টেজ 
d. মলটেজ
৪. অবাত শ্বসন কোশের কোন অংশে ঘটে?
a. রাইবোজোমে 
b. নিউক্লিয়াসে 
c. কোশগহ্বরে 
d. সাইটোপ্লাজমে
9. সবাত এবং অবাত শ্বসনের মধ্যে সাধারণ পর্যায় কোনটি?
a. গ্লাইকোলাইসিস
b. ক্রেবস চক্র
c. সন্ধান প্রক্রিয়া
d. প্রান্তীয় শ্বসন
10. সবাত শ্বসনের সাধারণ সংকেত-
(a) 6CO2 + 6H2O→ C6H12O6 + 602
(b) C6H12O6 + 6O2→6CO2 + 6H2O + 686 kcal
(c) C6H12O6→2C2H5OH+6CO2 + 2ATP
(d) C6H12O6→2C3H6O3 + 2ATP
11. অবাত শ্বসনে মোট শক্তি (ATP) লাভ হয়-
(a) দুটি ATP
(b) একটি ATP
(c) চারটি ATP
(d) তিনটি ATP
12. প্রাণীকোশে প্রথম পর্যায়ে গ্লুকোজের জারণকে বলে -
a. ক্রেবস চক্র
b. গ্লাইকোলাইসিস
c. অক্সিডেটিভ ফসফোরাইলেশন
d. ETC
13. গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট হওয়ার জন্য যে উৎসেচকটি ব্যবহৃত হয়, সেটি হল
a. হেক্সোকাইনেজ
b. আইসোমারেজ
c. ফসফোকাইনেজ
d. ফসফোহেক্সোকাইনেজ
14. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শেষে এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়?
a. এক অণু
b. দু-অণু
c. তিন অণু
d. চার অণু
15. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে ক-টি কার্বনযুক্ত যৌগ উৎপন্ন হয়?
(a) 2-C
(b) 3-C
(c) 4-C
(d) 5-C
16. কোন্ বিক্রিয়ায় NAD+-এর বিজারণ ঘটে?
(a) গ্লুকোজ গ্লুকোজ-6-ফসফেট
(b) ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট PGALd + DHAP
(c) গ্লুকোজ 6-ফসফেট ফ্রুক্টোজ 6-ফসফেট
(d) PGALD PGA
17. গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে -
a. প্রোটিন গ্লুকোজে পরিণত হয়
b. গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হয়
c. শ্বেতসার গ্লুকোজে পরিণত হয়
d. গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
18. EMP থেকে মোট উৎপন্ন হয়-
a. 6 ATP 
b. 8 АТР 
с. 24 ATP
d. 38 ATP
19. পাইরুভিক অ্যাসিড অ্যাসিটাইল CoA-তে পরিণত হওয়ার সময় উৎপন্ন হয়?
(a) CO₂ এবং H₂O
(b) CO₂ এবং NADH + H+
(c) CO₂ এবং NAD
(d) CO₂ এবং O2
20. ক্রেবস চক্র কোথায় হয়?
(a) ER-এর ভেসিকলে
(b) মাইটোকন্ড্রিয়ায়
(c) ডিকটিওজোমে
(d) ক্লোরোপ্লাস্টে
21. ক্রেবস চক্রে কী হয়?
(a) পাইরুভিক অ্যাসিড CO2 এবং H2O-তে পরিণত হয়
(b) ADP পরিণত হয় ATP-এ
(c) গ্লুকোজ CO2-এ পরিণত হয়
(d) গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়
22. ক্রেবস চক্রে বিক্রিয়ার পর্যায়ক্রম -
(a) কিটোগ্লুটারিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড→ অক্সালো সাকসিনিক অ্যাসিড
(b) আইসোসাইট্রিক অ্যাসিড অক্সালো সাকসিনিক অ্যাসিড → Alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) আইসোসাইট্রিক অ্যাসিড ৫-কিটোগ্লুটারিক অ্যাসিড → অক্সালো সাকসিনিক অ্যাসিড
(d) অক্সালো সাকসিনিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড→ alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
23. ক্রেবস চক্রে NAD কী হিসেবে কাজ করে?
(a) অক্সিজেনের গ্রহীতা
(b) হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রনের গ্রহীতা
(c) অক্সিজেনের দাতা (d) ফসফেট আয়নের দাতা
24. নিম্নলিখিত কোন বিক্রিয়ায় সাবস্ট্রেট ফসফোরাইলেশন ঘটে?
(a) ফিউম্যারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড
(b) অক্সালো সাকসিনিক অ্যাসিড alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড
(c) alpha-কিটোগ্লুটারিক অ্যাসিড সাকসিনিক অ্যাসিড
(d) সাকসিনিক অ্যাসিড ফিউম্যারিক অ্যাসিড
25. ATP-এর সংশ্লেষণ ঘটে-
(a) মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় 
(b) মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়
(c) ম্যাট্রিক্স (ধাত্র)-এ 
(d) ওপরের কোনোটিতেই নয়

Category II
1. কোন্ জীবে অবাত শ্বসন লক্ষ করা যায়?
a. ইস্ট
b. অ্যামিবা
c. Ascaris
d. Monocystis
2. কোন্ কোন্ ব্যাকটেরিয়া গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে?
a. Arthrobacter
b. E. coli
c. Clostridium
d. Micrococcus
3. সবাত শ্বসনে ইলেকট্রন পরিবহণ তন্ত্রে বাহকগুলি হল
a. সাইটোক্রোম-b
b. সাক্সিনেট ইউবিকুইনোন অক্সিডেরিডাকটেজ
c. সাইটোক্রোম-a3
d. প্লাস্টোকুইনন
4. অ্যামাইলেজ উৎপাদনকারী ছত্রাকগুলি হল
a. Aspergillus niger
b. Aspergillus oryzae
c. Saccharomyces cerevisae
d. Ascobolous
5. কোন্ প্রকার শ্বসন প্রক্রিয়ায় মুক্ত আণবিক অক্সিজেন ব্যবহৃত হয় না?
a. সন্ধান
b. সবাত শ্বসন
c. ইলেকট্রন পরিবহণ তন্ত্র
d. অবাত শ্বসন
6. গ্লাইকোলাইসিসের শেষে নিম্নলিখিত কোনগুলি উৎপন্ন হয়?
a. ATP
b. OAA
c. পাইরুভিক অ্যাসিড
d. PEP

JENPAS BIJAY BATCH LINK : CLICK HERE


No comments:

Post a Comment