Breaking





Friday, 21 February 2025

ANM GNM 2025 জীবন বিজ্ঞান প্রশ্নত্তর

 প্রিয় ছাত্রছাত্রীরা,

আজ তোমাদের সাথে শেয়ার করব ANM GNM 2025 এর জন্য জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর ।এই প্রশ্নগুলি  প্র্যাকটিস এর মাধ্যমে  বিভিন্ন আগত ANM GNM 2025  পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আর সময় অপচয় না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখে নাও।



1) শ্বসনে মোট কত অণু  ATP উৎপন্ন হয়?

a) 15 অণু

b) 30 অণু

c) 8 অণু

d) 38 অণু

উত্তর :- 38 অণু

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

2) প্যারামেসিয়ামের গমনাঙ্গ কোনটি?

a) পা 

b) ফ্লাজেলা 

c) সিলিয়া 

d) সিটা

উত্তর :- সিলিয়া

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

3) সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?

a) A+

b) O- 

c) B- 

d) AB+

উত্তর :- O-

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

4) 'স্তন গ্রন্থি' হল পরিবর্তিত-

a) অন্তঃক্ষরা গ্রন্থি 

b) ঘর্মগ্রন্থি

c) তৈলগ্রন্থি 

d) লসিকাগ্রন্থি

উত্তর :- ঘর্মগ্রন্থি


5) বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?

a) 77.17  ভাগ 

b) 20.60 ভাগ 

c) 0.03 ভাগ 

d) 0.80 ভাগ

উত্তর :- 20.60 ভাগ


6) বর্ণালীর কোন রং- এ সালোকসংশ্লেষ সবচেয়ে ভালো হয়?

a) লাল ও নীল

b) নীল ও বেগুনী 

c) হলুদ ও নীল 

d) লাল ও হলুদ

উত্তর :- লাল ও নীল


7) লজ্জাবতী পাতার চলন কি প্রকারের চলন?

a) নিকটিন্যাস্টি 

b) হাইপোন্যাস্টি 

c) সিসমোন্যাস্টি

d) কেমোন্যাস্টি

উত্তর :- সিসমোন্যাস্টি


08) উদ্ভিদেহে কিসের মাধ্যমে জল পরিবাহিত হয়?

a) ফ্লোয়েমের মাধ্যমে 

b) জাইলেমের মাধ্যমে

c) কর্টেক্সের  মাধ্যমে

d) নালিকা বান্ডিলের মাধ্যমে

উত্তর :- জাইলেমের মাধ্যমে


09) টিকাকরণ পদ্ধতিতে প্রথম কে আবিষ্কার করেন?

a) লুই পাস্তুর 

b) রোনাল্ড রস

c) আলেকজান্ডার ফ্লেমিং

d) এডওয়ার্ড জেনার

উত্তর :- এডওয়ার্ড জেনার


10) কোন স্তন্যপায়ীর হৃৎস্পন্দন সবচেয়ে কম?

a) হাতি 

b) নীল তিমি 

c) গন্ডার 

d) ইঁদুর

উত্তর :- নীল তিমি


11) দেহের সবচেয়ে আয়তন সমৃদ্ধ পেশি কোনটি?

a) গ্যাস্ট্রিক নিমিয়ান

b) গ্লুটিয়াস ম্যাক্সিমাস

c) সারটেরিয়াল 

d) বাইসেপস

উত্তর :- গ্লুটিয়াস ম্যাক্সিমাস


12) দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে?

a) Fe এবং ভিটামিন

b) Ca এবং ভিটামিন

c) ভিটামিন A এবং Ca

d) ভিটামিন A এবং Fe

উত্তর :- Fe এবং ভিটামিন C


13) আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত?

a) বৃত্তে 

b) ট্রাকিয়ায় 

c) অগ্ন্যাশয়ে 

d) পাকস্থলিতে

উত্তর :- অগ্ন্যাশয়ে


14) রক্তে অক্সিজেনের স্বাভাবিক পরিমাণ হ্রাস পেলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে -

a) হাইপোক্সিয়া

b) ডিসপনিয়া 

c) অ্যাপনিয়া 

d) হাইপারপনিয়া

উত্তর :- হাইপোক্সিয়া


15) মানব শিশুর সর্বমোট  কঙ্কালপেশির সংখ্যা -

a) 206 টি 

b) 365 টি 

c) 255 টি 

d) 556 টি

উত্তর :- 255 টি


16) আমাদের খাদ্যনালির 'কার্বোহাইড্রেট' খাদ্য পরিপাক  স্থল হল -

a) মুখগহ্বর ও পাকস্থলী 

b) মুখগহ্বর ও বৃহদন্ত্র 

c) পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র 

d) মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র

উত্তর :- মুখগহ্বর ও ক্ষুদ্রান্ত্র


17) ফোরামেন মনরো কোথায় পাওয়া যায়?

a) হিউমেরাস

b) সুষুম্নাকাণ্ডে 

c) মস্তিষ্কে

d) হৃৎপিন্ডে

উত্তর :- মস্তিষ্কে

----------------------------------------------------------

18) কোন প্রাণীকে 'ডেভিল মাছ' বলে?

a) তিনি 

b) হাঙ্গর 

c) অক্টোপাস 

d) ডলফিন

উত্তর :- অক্টোপাস


19) ল্যাকটিয়াল পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাওয়া যায়?

a) মুখবিবর

b) পাকস্থলী

c) ক্ষুদ্রান্ত্র 

d) বৃহদন্ত্র

উত্তর :- ক্ষুদ্রান্ত্র


20) সারটোলির কোশ থেকে শুক্রাণুর অপসারণকে  কী বলে?

a) স্পার্মাটোজেনেসিস

b) স্পার্মিওজেনেসিস

c) নিষেধ 

d) স্পার্মিয়েশন

উত্তর :- স্পার্মিয়েশন


21) কোয়াশিওকোর কীসের অভাবে হয়?

a) ভিটামিন

b) প্রোটিন 

c) ফ্যাট 

d) কার্বোহাইড্রেট

উত্তর :- প্রোটিন


22) দেহের দৃঢ়তম পেশিটি উপস্থিতি-

a) চোয়ালে

b) বাহুতে

c) উরুতে

d) ঘাড়ে

উত্তর :- চোয়ালে


23) নিচের কোনটি ফল নয়?

a) আপেল 

b) শসা 

c) কুমড়ো 

d) আলু

উত্তর :- আলু


24) কোন জীব সালোকসংশ্লেষের সময় অক্সিজেন উৎপন্ন করে না?

a) অ্যানাবিনা 

b) সুনারিয়া 

c) রোডোস্পাইরিলাম 

d) উচ্চতর উদ্ভিদ

উত্তর :- রোডোস্পাইরিলাম


25) মানবদেহে হরমোন কীসের মাধ্যমে বাহিত হয়?

a) খাদ্য 

b) জল 

c) রক্ত 

d) লসিকা

উত্তর :- রক্ত

26) ডেসমোজোম যার সাথে সম্পর্কিত,সেটি হল -

a) কোশ বিভাজন

b) কোশ সংলগ্নতা

c) সাইটোলাইসিস

d) কোশীয় রেচন

উত্তর :- কোশ সংলগ্নতা


27) গলগি  অ্যাপারেটাস অনুপস্থিত থাকে -

a) যকৃৎ কোশে 

b) উন্নত উদ্ভিদে

c) নীলাভ সবুজ শৈবালে

d) ইস্টে

উত্তর :- নীলাভ সবুজ শৈবালে


28) 'মাইটোসিস' শব্দটি কে প্রবর্তন করেন?

a) ব্ল্যাকম্যান

b) জে.বি.ফারমার 

c) এ. ফ্লেমিং 

d) জে.এফ.এন্ডারসন

উত্তর :- এ. ফ্লেমিং


 

29) জরায়ুজ অঙ্কুরোদগম কোন উদ্ভিদে দেখা যায়?

a) গরান গাছে

b) মটর গাছে

c) সুন্দরী গাছে 

d) ফনীমনসা গাছে

উত্তর :- গরান গাছে


30) ভাইরোলজির জনক কে?

a) আইভানোওস্কি 

b) বেইজিরিঙ্ক 

c) এডওয়ার্ড জেনার

d) লুই পাস্তুর

উত্তর :- বেইজিরিঙ্ক



No comments:

Post a Comment