প্রিয় ছাত্রছাত্রী,
সামনেই তোমাদের উচ্চমাধ্যমিক ২০২৫ পরীক্ষা। বিজ্ঞান বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল জীববিদ্যা বা বায়োলজি এবং একটি স্কোরিং বিষয়, আজ এই প্রতিবেদনে তোমরা HS ABTA TEST PAPER এর জীববিদ্যার সমস্ত MCQ প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যা তোমাদের পরীক্ষা প্রস্তুুতি তে অত্যন্ত সাহায্য করবে ।
P-191
(i) প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল – (c) অক্সিটোসিন
(ii) ডিম্বকের ভ্রূণপোষক (Nucellus) হল – (b) ডিপ্লয়েড
(iii) শুক্রাণুর উপরিতলে অবস্থিত রাসায়নিক পদার্থটি হল (b) অ্যান্টিফার্টিলাইজিন
(iv) যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলে— (c) প্লিওট্রপি
(v) যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন সংশ্লেষের সূচনা করে সেটি হল - (a) মিথিওনিন
(vi) যে সজ্জাটিকে ‘PRIBNOW BOX' বলে – (a) 5 – TATAAT-3'
(vii) ‘Genetic Drift' হল – (b) Gene frequency পরিবর্তন (viii) কোন Antibody কলোস্ট্রামে পাওয়া যায় – (b) IgA
(ix) 'interferon' কাজ করে কার বিরুদ্ধে – (c) ভাইরাস
(x) কোনটি আণবিক কাঁচি (Molecular Scissor) (a) Restriction endonuclease
(xi) 'Superbug' হল – (a) Pseudomonas putida
(xii) কোনটি 'In situ Conservation' নয় – (c) Seed bank
(xiii) অমৃতা দেবী (বেনিওয়াল) কোন্ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন – (c) বিশনোই (জয়পুর) আন্দোলন
(xiv) কোনটি গৌণ বায়ুদূষক – (d) পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট।
1 | 2 | 3 | 4 | 5 | 6 |
---|---|---|---|---|---|
SC 12 | SC 28 | SC 44 | SC 56 | SC 66 | SC 77 |
SC 92 | SC 103 | SC 122 | SC 133 | SC 143 | SC 153 |
SC 166 | SC 179 | SC 201 | SC 215 | SC 223 | SC 230 |
SC 235 | SC 240 | SC 245 | SC 250 | SC 252 | SC 258 |
No comments:
Post a Comment