Breaking





Wednesday, 1 October 2025

নির্দিষ্ট সময়ের আগেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা!!! ২৭ সাল থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সময়সীমা!

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে বিভিন্ন পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারেনি পরীক্ষার্থীরা।



আগামী শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষার সময়সীমা এগিয়ে আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ নির্ধারিত সময়সীমার আগেই শুরু হবে পরীক্ষা।

চলতি বছরে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। সেখানে ওএমআর শিটে অঙ্ক, পদার্থবিদ্যা, হিসাবশাস্ত্র ও রাশিবিজ্ঞানের মতো পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে পারিনি পরীক্ষার্থীরা। আবার অনেকে উত্তর দিলেও তা আন্দাজে দিয়েছে।উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্তা জানান, ‘‘এ বছর বেশ কিছু পরীক্ষায় সময়ের অভাবে উত্তর দিতে সমস্যায় পড়েছিল পরীক্ষার্থীরা। এই ধরনের সমস্যার সম্মুখীন যাতে পুনরায় না হতে হয় আমরা পরীক্ষার সময়সীমা এগিয়ে আনলাম।’’

এই অসুবিধার কথা সামনে আসতেই নড়েচড়ে বসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। একটি অভ্যন্তরীণ বৈঠক করে তারা‌। সূত্রের খবর, ওই বৈঠকে এই বিষয়ে প্রশ্ন করা মডারেটরাও উপস্থিত ছিলেন। তার পরেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে, ছাত্রছাত্রীদের ওএমআর দেওয়া হবে নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে।

দীর্ঘ প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের অসুবিধার কথা স্বীকার করে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। তবে তারা সমস্ত দায় ঠেলে দিয়েছে প্রশ্নকর্তা শিক্ষকদের উপর। এ প্রসঙ্গে সংসদের এক কর্তা বলেন, “এই সময়ের মধ্যে এত প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই অসুবিধার। ‘মডারেটর’দের (যে সমস্ত শিক্ষক প্রশ্ন তৈরি করেছেন) আরও সতর্ক হওয়া উচিত ছিল।” ওই কর্তা দাবি করেছেন, ৫০ নম্বরের উত্তর যাতে সহজে এবং দ্রুত দেওয়া যায় এমন প্রশ্ন করতেই নির্দেশ দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফে। কিন্তু তা মানা হয়নি।

শিক্ষা সংসদের সভাপতি আশ্বস্ত করেছেন পড়ুয়াদের সত্যের কথা মাথায় রেখে মূল্যায়ন করা হবে। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার। যা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রথম সেমিস্টারের পরীক্ষা এ বছর হয়েছে সকাল ১০ টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। যা পরের বছর থেকে হবে ৯টা ৫০ থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।












No comments:

Post a Comment