Sub Divisional Office Recruitment 2025: SDO অফিসে গেস্ট টিচার নিয়োগ
চাকরি প্রার্থীদের জন্য এসেছে দারুণ সুযোগ। মুর্শিদাবাদ জেলার সাব-ডিভিশনাল অফিস (SDO)-এর পক্ষ থেকে গেস্ট টিচার (Guest Teacher) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে পরিচালিত হবে এবং এর জন্য অনলাইনে বা অফলাইনে আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগকারী সংস্থা :: Murshidabad Sub Divisional Office
📌 পদের বিবরণ
- পদের নাম: Guest
Teacher
- মোট শূন্যপদ: ১টি
📅 গুরুত্বপূর্ণ তারিখ
- ইন্টারভিউ তারিখ (আবেদন শেষ
তারিখ): ২৬ মে, ২০২৫
🎓 শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান
থেকে B.Ed ডিগ্রি
সম্পূর্ণ থাকতে হবে।
- অন্যান্য নির্দিষ্ট শর্তাবলী সংস্থার
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, তাই বিস্তারিতভাবে তা দেখে
নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
🎂 বয়সসীমা
- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে
হতে হবে।
💰 বেতন কাঠামো
- বেতন সংক্রান্ত বিস্তারিত তথ্য অফিসিয়াল
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে ইন্টারভিউয়ের সময় বা অফিসিয়াল বিজ্ঞপ্তি
অনুসারে প্রার্থীরা বিষয়টি জেনে নিতে পারেন।
📑 প্রয়োজনীয় নথিপত্র
(ইন্টারভিউয়ের সময় সঙ্গে আনতে হবে)
1.
পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড)
2.
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
3.
B.Ed সার্টিফিকেট
4.
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের
রঙিন ছবি
5.
অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট (যদি
থাকে)
📝 আবেদন পদ্ধতি
- অনলাইনে বা ডাকযোগে কোনো আবেদন করতে হবে না।
- সংস্থার বিজ্ঞপ্তিতে থাকা আবেদনপত্রটি A4 সাইজ পেপারে প্রিন্ট করে, প্রাসঙ্গিক সব ডকুমেন্ট সংযুক্ত করে, নির্ধারিত
তারিখে সরাসরি ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।
🌐 তথ্যসূত্র ও অফিসিয়াল
লিঙ্ক
- সরকারি ওয়েবসাইট: murshidabad.gov.in
- বিজ্ঞপ্তি ডাউনলোড: Download PDF
No comments:
Post a Comment