HS Result 2025 Check Online: সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হতে চলেছে। আজকেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল। রেজাল্ট পাওয়ার জন্য ইতিমধ্যেই অধীর হয়ে আছে পরীক্ষার্থীরা। তবে পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনরকম দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।
সংসদের দ্বারা প্রকাশিত নোটিফিকেশন অনুসারে আজ অর্থাৎ ৭ই মে ২০২৫ -এ দুপুর সাড়ে বারোটার সময় সাংবাদিক সম্মেলনে সংসদের তরফে ঘোষণা করা হবে কৃতি ছাত্র- ছাত্রীদের নাম এবং প্রাপ্ত নম্বর । এরপর অর্থাৎ দুপুর দুটো থেকে সমস্ত ছাত্র ছাত্রী তাদের রেজাল্ট দেখতে পারবে। প্রাথমিকভাবে অনলাইন মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। তবে তারপরে অর্থাৎ আগামী কাল বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে রেজাল্ট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা ।
তোমার রেজাল্ট সহজ উপায় দেখবে কিভাবে?
রেজাল্ট দেখার জন্য রয়েছে বেশ কিছু ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন বেসরকারি পার্টনারশিপ ওয়েবসাইট গুলোতে রেজাল্ট দেখে নিতে পারবে।
তোমারা নিজেদের রেজাল্ট দেখতে কি কি তথ্য লাগবে
▪️উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার।
▪️জন্মতারিখ
এই দুটি দিয়েই দেখে নিতে পারবে নিজের রেজাল্ট।
HS 2025 Result check website:
rmbiology.in (super fast link)
https://results.digilocker.gov.in
https://timesofindia.indiatimes.com
https://bangla.hindustantimes.com
এই সকল ওয়েবসাইটগুলি থেকে সহজেই দেখে নিতে পারবে নিজের রেজাল্ট।
No comments:
Post a Comment