Breaking





Wednesday, 30 April 2025

Neet ug 2025 admit card

 প্রিয় ছাত্রছাত্রীরা, 

আগামী ৪ঠা মে তোমাদের NEET UG 2025 পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, যে পরীক্ষার মাধ্যমে সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ইউনানি কলেজে এবং কয়েকটি নার্সিং কলেজে স্নাতক স্তরে ভর্তি হতে পারবে, আজকের প্রতিবেদনে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কি করে ডাউনলোড করতে হয় জানাবো। 


আজ থেকেই তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অনলাইন ফর্ম ফিলাপের পর তোমারা কনফরমেশন পেজ প্রিন্ট আউট করেছিলে সেখানে অ্যাপ্লিকেশন নম্বর আছে এবং ফর্ম পূরণের সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলে সেই দুটি তথ্য ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। নীচে তোমাদের সুবিধার জন্য ডিরেক্ট লিংক দেওয়া হল। 

No comments:

Post a Comment