মঙ্গলবার এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হয়েছে । এ বছরের পরীক্ষার শেষ দিনে পরীক্ষক এবং সমীক্ষকদের জন্য একগুচ্ছ নিয়ামবলি প্রকাশ করেছে শিক্ষা সংসদ।
সবেমাত্র শেষ হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্র ছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে উচ্চ মাধ্যমিক অন্যতম এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে খাতা দেখার বেশ কিছু নিয়মাবলী ঘোষণা করা হলো।বিস্তারিত জানতে হলে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি।
২০২৫ সালের মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একের পর এক একাধিক বিষয়ের পরীক্ষার পর গত মঙ্গলবার সর্বশেষ পরীক্ষাটি আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা মিটতেই সংসদের পক্ষ থেকে শিক্ষক এবং নিরীক্ষকদের একত্রিত করে বেশ কয়েকটি ঘোষণা করা হয়েছে। মূলত এই বছরেই পুরনো পদ্ধতি মেনে এক যুগের অবসান ঘটিয়ে শেষ হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী বছর থেকে সেমিস্টার সিস্টেমের আওতায় চলে আসবে এই বিশেষ পরীক্ষাটি। তাই এই বছরে যথেষ্ট খোলা হাতে পরীক্ষার্থীদের খাতা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫
উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে পরীক্ষকদের দরাজ হওয়ার বার্তা দিল শিক্ষা সংসদ। এ বছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা। পরবর্তী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস মেনে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হবে।পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ক্ষেত্রে তাঁদের উদার মনোভাব রাখতে হবে। পরীক্ষার্থীরা যে সমস্ত প্রশ্নের উত্তর যথাযথ ভাবে দিতে পেরেছে, সে ক্ষেত্রে তাদের পূর্ণমান বা ‘ফুল মার্কস’ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক আপডেট
উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রে ‘ফিগার অফ স্পিচ’ থেকে প্রশ্ন আসে। কিন্তু এই ‘টপিক’টি উচ্চ মাধ্যমিক স্তরের ইংরেজি-তে পড়ানো হয় না। অর্থাৎ প্রশ্নটি সিলেবাস বহির্ভূত। সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা যে কোনও উত্তর দিলেই পুরো নম্বর দিতে হবে পরীক্ষকদের। অন্য একটি প্রশ্নে ‘তাজমহল’-কে ‘তাজমজল’ লেখা হয়, সেই প্রশ্নের উত্তর দিলেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে বলে নির্দেশিকা জারি করেছে শিক্ষা সংসদ। এ ছাড়া, ‘গ্রামার’-এর অংশে শিক্ষা সংসদের তরফে যে উত্তরগুলি সঠিক বলে উল্লেখ করে পরীক্ষক বা নিরীক্ষকদের পাঠানো হয়েছে, তার বাইরেও যদি কোনও উত্তর সঠিক মনে করেন তাঁরা, সে ক্ষেত্রেও পরীক্ষার্থীদের পুরো নম্বর দিতে হবে।
পরীক্ষার্থীদের খাতা দেখার বিষয় সংসদের ঘোষণা
১) চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি সহ বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। মূলত ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার কারণে যথেষ্ট চিন্তায় ছিলেন ছাত্র-ছাত্রীরা। তবে পরীক্ষার শেষ দিনে সংসদের পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রশ্নগুলির উত্তর যে সমস্ত ছাত্রছাত্রীরা করবেন তাদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
২) যে সমস্ত প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীরা সঠিকভাবে লিখবেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত নম্বর না কেটে সম্পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে।
৩) এর পাশাপাশি যে সমস্ত প্রশ্নের মূলত গ্রামারের প্রশ্নের একাধিক উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে নিরীক্ষকরা সঠিক উত্তর মনে করলে ছাত্র ছাত্রীর উত্তরটিকে সঠিক হিসেবে নির্বাচন করতে পারেন এবং নির্দ্বিধায় পূর্ণ নম্বর দিতে পারেন। এর পাশাপাশি সংসদের পক্ষ থেকে পাঠানো উত্তরপত্র মেনে পূর্ণ নম্বর পাবেন সকল ছাত্র-ছাত্রী।
৪) এছাড়াও ‘কেজিং’-এ নম্বর তোলা ও ‘লুজ় শিট’-এ গরমিল বিষয়ে যথেষ্ট পরিমাণে নজরদারি করার নির্দেশ সংসদের।
৫) স্ক্রটিনি এবং রিভিউয়ের ক্ষেত্রে সাবধানতা বজায় রাখার কথাও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
আরও পড়ুন : ANM GNM & JENPAS UG 2025 FORM FILLUP
No comments:
Post a Comment