RM BIOLOGY HELPDESK : প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা নার্সিং এবং প্যারামেডিক্যাল কোর্স নিয়ে নিজেদের ভবিষ্যতে এগোতে চাও তাদের জন্য অত্যন্ত খুশীর খবর তোমাদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজে ভর্তির জন্য WBJEE বোর্ড কর্তৃক JENPAS UG এবং ANM GNM পরীক্ষা নেওয়া হয় , এই প্রতিবেদন পুরো পড়লে ২০২৫ সালের এই দুটি পরীক্ষার কবে হবে জানতে পারবে ।
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্রছাত্রীরা নার্সিং এবং প্যারামেডিক্যাল নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাও তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল WBJEE বোর্ড কর্তৃক JENPAS UG এবং ANM GNM পরীক্ষা । ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য সরকারি ও বেসরকারি নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজে ভর্তির জন্য এই পরীক্ষা দেওয়া বাধ্যতামুলক । নিচে ২০২৫ সালের এই পরীক্ষার তারিখ জানানো হল।
এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য JENPAS UG এবং ANM GNM পরীক্ষার দিনক্ষন প্রকাশিত হলেও ফর্ম ফিলাপ কবে থেকে হবে তা এখনও প্রকাশ করেনি WBJEE বোর্ড । ফর্ম ফিলাপ কবে থেকে হবে জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকো
JENPAS UG 2025 STUDY MATERIAL : DOWNLOAD NOW
ANM GNM 2025 STUDY MATERIAL : DOWNLOAD NOW
JENPAS UG 2025 & ANM GNM 2025 EXAM DATE :
EXAM | EXAM DATE |
---|---|
JENPAS UG 2025 | 25/05/2025(SUNDAY) |
ANM & GNM | 29/06/2025 (SUNDAY) |
OFFICIAL NOTIFICATION : DOWNLOAD NOW
JENPAS UG 2025 VIDEO COURSE (FREE OF COST) : DOWNLOAD NOW
ANM & GNM 2025 VIDEO COURSE (FREE OF COST) : DOWNLOAD NOW
No comments:
Post a Comment