WB Govt Scholarship : তুমি কি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং কি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী?তাহলে তোমার জন্য অপেক্ষা করছে ৯০ হাজার টাকা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বেশ কয়েকটি মাধ্যম অবলম্বন করে এই সুযোগ নিতে পারো তুমিও। তাহলে এই সুবিধাগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে ।
এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে আসলো রাজ্য সরকার। রাজ্য সরকার বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য সর্বাধিক 90 হাজার টাকা পাওয়ার সুযোগ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে । তবে প্রার্থীদের ২০২৫ মাধ্যমিক পাশ করতে হবে। এসব রাজ্য সরকারের এই প্রকল্পগুলিতে বিভিন্ন নিয়ম মাফিক অন্যান্য যোগ্যতা অনুযায়ী সুযোগ নেওয়া যেতে পারে। তাহলে আজকে পশ্চিমবঙ্গের সেই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এমন কয়েকটি উপায় বা প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি যার মাধ্যমে তুমি আবেদন করে এই সুযোগ নিতে পারবে। তাহলে সেই কয়েকটি উপায় সম্পর্কে নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা যাক –
১। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/বিকাশ ভবন স্কলারশিপ
যোগ্যতা
বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
নম্বর–
মাধ্যমিকে নুন্যতম ৬০
শতাংশ নম্বর
পেতে হবে।
আবেদন পদ্ধতি– অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে
পারবে।
অফিসিয়াল পোর্টাল– svmcm.wbhed.gov.in
বাসিন্দা– প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
বৃত্তির
পরিমাণ- ১২,০০০/-
টাকা
২। ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (শিক্ষাশ্রী প্রকল্প)
বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
নম্বর–
শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আবেদনযোগ্য নম্বরের কোন কড়াকড়ি নেই।
আবেদন পদ্ধতি– অনলাইনে।
অফিসিয়াল পোর্টাল– oasis.gov.in
বাসিন্দা–
পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
বৃত্তির
পরিমাণ-২,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত
৩। নবান্ন স্কলারশিপ ও উত্তরকন্যা স্কলারশিপ
বার্ষিক
বার্ষিক আয়– আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয়
১,২০,০০০ হাজার টাকার কম হতে হবে।
নম্বর– যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৫০% বা ৫০% এর বেশী কিন্তু
৬0 শতাংশ নম্বর এর কম নিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে।
আবেদন পদ্ধতি– অফলাইনের মাধ্যমে।।
অফিসিয়াল পোর্টাল– cmrf.wb.gov.in
বাসিন্দা– পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
বৃত্তির পরিমাণ-১০ হাজার টাকা।
৪ ।পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ঐক্যশ্রী স্কলারশিপ
৫। কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কলারশিপ
যোগ্যতা
বার্ষিক আয়–
আবেদনকারী পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম হতে হবে।
নম্বর–
মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেলে আবেদন করতে পারবে।
আবেদন পদ্ধতি–
অনলাইনে।
অফিসিয়াল পোর্টাল–
scholarship.gov.in
বাসিন্দা–
পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
No comments:
Post a Comment