Breaking





Tuesday, 25 February 2025

উচ্চমাধ্যমিকে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর লাগবে? দেখে নিন : Madhyamik Marks Required For HS Subjects

 প্রিয় ছাত্রছাত্রী,

                            মাধ্যমিক ২০২৫ পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের মাথায় এখন একাদশ শ্রেণীতে বিষয় বাছাই এর চিন্তা । যারা ভবিষ্যতে চিকিৎসা জগতে ও ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি তে  নাম করতে চাও তোমাদের একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে । এছাড়া আর্টস কমার্স বিষয় নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো । গতবছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার সিস্টেম চালু হয়েছে । এই প্রতিবেদনে তোমরা জানতে পারবে মাধ্যমিকে নুন্যতম কত পেলে তোমরা তোমরা তোমাদের পছন্দের বিষয় পাবে ।





গত বছর মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর বিষয় বাছাই এর জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে পড়ুয়াদের প্রথম ও দ্বিতীয় ভাষা ছাড়া তিনটি সেট ভিত্তিক ঐচ্ছিক বিষয় নির্বাচনের সুযোগ দেওয়া হবে।

অফিশিয়াল বিজ্ঞপ্তি : DOWNLOAD PDF

উচ্চ মাধ্যমিকের সাবজেক্ট এবং মাধ্যমিকের নম্বরের লিস্ট: 

To be eligible for opting for an elective subject, as specified in the column (1) of the table below, a student must obtain minimum percentage of marks in the subject, as noted in the column (2) of the table:

SUBJECT REQUIRED NUMBER 
BIOLOGY 35% IN LIFE SCIENCE
GEOGRAPHY 35% IN GEOGRAPHY
PHYSICS & CHEMISTRY 35% IN PHYSICAL SCIENCE
MATHEMATICS 35% IN MATH
ACCOUNTANCY,COSTING & TAXATION,AI, CYBER SECURITY, COMPUTER SCIENCE, STATICTICS, DATA SCIENCE

35% IN MATH


No comments:

Post a Comment