প্রিয় ছাত্রছাত্রী,
তোমরা যারা এখন একাদশ শ্রেণিতে পড়ো তাদের সামনেই সেমেস্টার ২ পরীক্ষা, সেমেস্টার ১ এর রুটিনের সাথেই তোমাদের সেমেস্টার ২ এর রুটিন প্রকাশ করেছিল বোর্ড কিন্তু সেই রুটিনে কিছু পরিবর্তন এসেছে আজ এই প্রতিবেদনে নতুন রুটিন পেয়ে যাবে ।
প্রতিদিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ২ ঘন্টা [2:00 pm to 02:00 pm (02 hour)] ধরে দ্বিতীয় সেমিস্টারের SAQ ও বিশ্লেষণভিত্তিক প্রশ্নের পরীক্ষা হবে। তবে বিশেষ বিষয় যেমন— - ভিসুয়াল আর্ট এবং মিউজিক এগুলোর ক্ষেত্রে ১ ঘন্টা ১৫ মিনিটের সময় রয়েছে।
• পরীক্ষার তারিখ ও সময়:
পরীক্ষা শুরু: 3রা মার্চ, 2025 (সোমবার)
প্রতিদিনের পরীক্ষার সময়: বিকাল 2:00 PM থেকে 4:00 PM (NEW TIMING)
বিষয়ভিত্তিক পরীক্ষার সময়:
• সমস্ত বিষয়: ২ ঘণ্টা (2 hr)
• ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট: ১ ঘন্টা ১৫ মিনিট (1 hr 15 min)
ROUTINE : DOWNLOAD PDF
TIME UPDATE : VIEW UPDATE
পরীক্ষার বিষয়সমূহ
• 3রা মার্চ: বাংলা ‘ক’ (Bengali A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, তেলুগু, পঞ্জাবি
• 4ঠা মাৰ্চ: হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT এবং ITeS, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম
• 5ই মার্চ: ইংরেজি ‘খ' (English B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি ইে মার্চ: ইকোনমিক্স অর্থ্যাথ্রোপলজি অর্থ্যাওয়েলবিইং
• 7ই মার্চ: ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
• ৪ই মার্চ: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভাইরনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস
• 10ই মার্চ: স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি
• 11ই মাৰ্চ: কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ
• 12ই মাৰ্চ: ফিলোসফি
13ই মাৰ্চ: ম্যাথম্যাটিক্স, অ্যাগ্রিকালচার (AGRI), জার্নালিজম অ্যান্ড মাস কম্যুনিকেশন, সংস্কৃত, ফারসি, আরবি
• 17ই মাৰ্চ: বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
• 18ই মার্চ: সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি
DATE | DAY | SUBJECT |
---|---|---|
. | . | . |
03/03/25 | MONDAY | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi |
04/03/25 | TUESDAY | Health Care, Automobile, Organised Retailing, Security, IT and ITeS, Electronics, Tourism & Hospitality, Plumbing, Construction, Apparel, Beauty and Wellness, Agriculture (AGLV), Power, Banking Financial Service and Insurance, Food Processing, Telecom - Vocational Subjects |
05/03/25 | WEDNESDAY | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English Economics or Anthropology or Science of Well Being or Applied Artificial Intelligence |
06/03/25 | THURSDAY | Economics or Anthropology or Science of Well Being Artificial Intelligence |
07/03/25 | FRIDAY | Physics, Nutrition, Education, Accountancy |
08/03/25 | SATURDAY | Computer Science, Modern Computer Application, Environmental Studies, Health & Physical Education, Music, Visual Arts |
10/03/25 | MONDAY | Statistics, Psychology, Commercial Law and Preliminaries of Auditing, History |
11/03/25 | TUESDAY | Chemistry, Geography, Human Development and Resource Management, Business Studies |
12/03/25 | WEDNESDAY | Philosophy |
13/03/25 | THURSDAY | Mathematics, Agriculture (AGRI), Journalism and Mass Communication, Sanskrit, Persian, Arabic |
17/03/25 | MONDAY | Biological Science, Political Science, Costing and Taxation |
18/03/25 | TUESDAY | Cyber Security, Artificial Intelligence, Data Science, Sociology |
No comments:
Post a Comment