Breaking





Friday, 28 February 2025

উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 | HS Bengali Suggestion 2025

 প্রিয় ছাত্রছাত্রী,

সামনেই তোমাদের উচ্চমাধ্যমিক 2025 পরীক্ষা । আজকের প্রতিবেদনে তোমাদের জন্য বাংলা বিষয়ের সেরা সাজেশন নিয়ে এসছি তাই পুরো শেষ পর্যন্ত পড়বে ।




গল্প:

১. 'নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না' কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা? এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে?**

২.' ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শে। কে, কীভাবে এই অভিজ্ঞতা লাভ করে। উদ্ধৃত অংশের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো***********************

৩. শেষ রোদের আলোয় সে দুরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে ? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন

৪. সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত 'ভারতবর্ষ' গল্পের নামকরণের সার্থকতা বিচার করো? *****

৫. শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল” এখানে কার কথা বলা হয়েছে? তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো?*****

-------------------------------------------------------------------------------------------------------------------

কবিতা

১. রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ -কবির এমন উপলব্ধির কারণ আলোচনা করো*********

২. একটা অদ্ভুত শব্দ-কোন শব্দের কথা বলা হয়েছে? শব্দটি 'অদ্ভুত 'কেন ? এরপর কী ঘটনা ঘটেছিল সংক্ষেপে লেখো********************

৩. 'ঘুমহীন তাদের চোখে হানা দেয়। কীসের ক্লান্ত দুঃস্বপ্ন। 'কাদের কথা বলা হয়েছে ? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন?*

৪. ঐ সবুজের ভীষণ দরকার-এই সবুজ বলতে কী বোঝানো হয়েছে? তার দরকার কেন ?

৫. নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ- কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো******************

৬. 'শিকার' কবিতায় মানব সভ্যতার ও মানব স্বভাবের নির্মম নৃশংসতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।***********************

অথবা, "উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এল" মাংসলোভী মানুষের যে হিংস্রতার ছবি 'শিকার' কবিতায় প্রতিফলিত হয়েছে তা নিজের ভাষায় লেখো।

--------------------------------------------------------

নাটক

  1. এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে?- বলতে নাট্যকার কী বুঝিয়েছেন বিভাব নাটক অবলম্বনে আলোচনা করো***
  2. 'নানা রঙের দিন' নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করা?

 অথবা, নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতা শিল্পগুণ অন্যদিকে ট্রাজিক পরিনাম উঠে এসেছে তা আলোচনা করো? ***

3."মৃত্যু ভয়ের উপর সে হাঁসতে হাঁসতে ডাকাতি করতে পারে" কার কথা বলা হয়েছে? বক্তার এমন উপলব্ধির কারণ কী?

4. "জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধ্যেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্তিরের অপেক্ষা" - বক্তা কে? সে জীবনের মাঝে রাত্রির বলতে কী বুঝিয়েছে?

অথবা, "কালীনাথ, আমাদের দিন ফুরিয়েছে! কে, কোন প্রসঙ্গে এ উক্তি করেছেন? উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনের যন্ত্রনা তুলে ধরো? ***

-------------------------------------------------------------------------------------------------------------------------

সহায়ক গ্রন্থ : 

1. "সে গল্পও বলেছিল মোনা ঠাকুর।"- মোনা ঠাকুর কে? কোন গল্পটি? গল্পটি সংক্ষেপে লেখো। (১+১+৩)

2. " বিশ্বাস করো বানানো গল্প নয়।"- কোন রচনার অংশ? কাহিনিটি সংক্ষেপে লেখো। (১+৪)

3. সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনি বর্ণনা করো।

4. সুভাষ মুখোপাধ্যায়ের 'কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানা ভ্রমণের বর্ণনা দাও। অথবা, "ইংরেজের জেলখানায় হেঁট হয়ে ঢুকতে যা রাগ হচ্ছিল " বিবরণ দাও লেখকের জেলখানার ভ্রমণের অভিজ্ঞতার

5. " চেয়ারের উপর যিনি বসে আছেন, তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না- চেয়ারের উপর কে বসেছিলেন? লেখক তাকে কোথায় দেখেছিলেন? লেখকের স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখো। অভিজ্ঞতার বিবরণ দাও***********************

----------------------------------------------------------------------------------------------------------------------

শিল্প সংস্কৃতি সাহিত্যের ইতিহাস

বাংলা গানের ধারায় যাদের অবদান জানতে হবে-

১. কাজী নজরুল ইসলাম 

. মান্না দে 

. রজনীকান্ত সেন** 

. সলিল চৌধুরী** 

. রবীন্দ্রনাথ ঠাকুর

বাঙালির চিত্রকলার ইতিহাসে যাদের অবদান জানতে হবে-

১. যামিনী রায় 

. নন্দলাল বসু 

. রামকিঙ্কর বেইজ****

বাংলা চলচ্চিত্রে যাঁদের অবদান জানতে হবে-

১. সত্যজিৎ রায় 

. মৃনাল সেন***

বাঙালির বিজ্ঞানচর্চায় যাঁদের অবদান জানতে হবে-

১. জগদীশচন্দ্র বসু 

. মেসনাদ সাহা*** 

. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

------------------------------------------------------------------------------------------------------------------------

ভাষা

১. গঠনগত অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ আলোচনা কর*****

২. অবিভাজ্যধ্বনি বলতে কী কো? উদাহরণসহ দুটি অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা করো?

৩. বিভাজ্য ধ্বনি বলতে কী বোঝো? উদাহরণসহ দুটি বিভাজ্য ধ্বনির সম্পর্কে আলোচনা করো?

৪. শৈলী ভাষাবিজ্ঞান কী? এর বৈশিষ্ট্যগুলি লেখ?

৫. উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও।*****

৬. বাক্যের অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য বা বিশেষ্যগুচ্ছ এবং ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ সম্পর্কে আলোচনা করো।

৭. শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।*********

৮. থিসরাস সম্পর্কে লেখ।

৯. জোড়কলম শব্দ কাকে বলে?*********

-----------------------------------------------------------------------------------------------------------------------

মানব মানচিত্র প্রবন্ধ

১. বিশ্ব উষ্ণায়ন

. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য

. বাংলার উৎসব

. পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা*****

. বৃক্ষরোপন

. বইমেলা****

৭.চরিত্র গঠনে খেলাধুলা ***

.বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন

৯.দৈনন্দিন জীবনে বিজ্ঞান প্রযুক্তি ***

১০.পরিবেশ দূষণ ও বিশ্ব উষ্ণায়ন ***

১১.শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা

১২. বাংলার ঋতুবৈচিত্র্য***

---------------------------------------------------------

জীবনী রচনা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর *

 দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত***

ভারতপথিক স্বামী বিবেকানন্দ ***

শতবর্ষের আলোকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী' ***


video link: watch now









No comments:

Post a Comment