Breaking





Monday, 21 April 2025

JENPAS UG 2025 FORM FILL UP : JENPAS UG 2025 ফর্ম ফিলাপ

 প্রিয় ছাত্রছাত্রী, 

আজকের তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের জেনপাস ইউজি পরীক্ষা ২০২৫ এর ফর্ম ফিলাপ কবে শুরু হতে পারে তা নিয়ে, তাই পুরো প্রতিবেদনটি পড়বে ।




JENPAS UG: 

তোমরা প্রত্যেকেই জানো প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) জেনপাস ইউজি পরীক্ষা অনুষ্ঠিত করে যার মাধ্যমে বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে (সরকারি ও বেসরকারি) ভর্তি হতে পারে ছাত্রছাত্রীরা। এই বছরও অর্থাৎ ২০২৫ সালেও জেনপাস ইউজি পরীক্ষার দিনক্ষণ (২৫/০৫/২৫) প্রকাশিত হলেও এখনও পর্যন্ত ফর্ম ফিলাপ শুরু হয় নি, আজকের প্রতিবেদনে কবে ফর্ম ফিলাপ শুরু হতে পারে তা আলোচনা করবো ।

READ MORE : JENPAS UG STUDY MATERIAL

PREVIOUS YEARS JENPAS UG SCHEDULE 

গত বছর (2024) জেনপাস ইউজি পরীক্ষা হয়েছিল ৩০/০৬/২০২৪ তারিখে, তার জন্য ফর্ম ফিলাপ শুরু হয়েছিল ২২/০৩/২৪ তারিখ থেকে ২২/০৪/২৪ তারিখ পর্যন্ত। সুতরাং ফর্ম ফিলাপ এবং পরীক্ষার দিনক্ষণের মধ্যে ২ মাস। আবার ২০২৩ ও ২০২২ সালে যথাক্রমে এই সময় ছিল প্রায় ৫ মাস। 


READ MORE : JENPAS UG PYQ


JENPAS UG 2025: 


ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের(WBJEEB) সুত্র মারফৎ যে খবর পাওয়া গেছে তাতে এখনও পর্যন্ত  এবছরের  ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয় নি, এবং ফর্ম ফিলাপ দেরি হলে পরীক্ষাও পিছিয়ে যাবে। বিগত বছরের সিডিউল বিশ্লেষণ করে এবছরের পরীক্ষা ও ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে তার একটি তালিকা দেওয়া হল  । 



SCHEDULE OF JENPAS (UG) 2025
ALL DATES ARE TENTATIVE
Activity Date with Time
Online application with fees payment 05.05.25 ( Monday) to 19.05.25 (Monday)
Online correction and download revised confirmation page 21.05.25 ( Wednesday) to 23.05.25( Friday)
Publication of downloadable Admit Card 21.06.25( Saturday) to 29.06.25 ( Sunday)
Date of Examination 29.06.2025( Sunday)
Publication of Result To be notified late
 
JENPAS UG FREE ONLINE CLASS : JOIN NOW

No comments:

Post a Comment