Breaking





Thursday, 24 April 2025

Announced Madhymik Result Publish Date 2025: চেক করে নিতে পারবে নিজের রেজাল্ট

West Bengal Madhyamik Result 2025 Date: পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য এখন চরম অপেক্ষার সময়। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে এখন একটাই প্রশ্ন—"কবে আসবে রেজাল্ট?" অবশেষে আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক 2025 এর রেজাল্ট।



📅 মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে?

বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) রেজাল্টের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি। তবে প্রতি বছরের মতো এবারও পরীক্ষার পর প্রায় তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে, অর্থাৎ ২ মে, ২০২৫ তারিখে।


🗣️ প্রেস কনফারেন্সে কী বললেন শিক্ষা দপ্তরের কর্তারা?

এক সাংবাদিক সম্মেলনে উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান,“মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হবে দ্বিতীয় সপ্তাহ নাগাদ।”

যদিও WBBSE এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও এই বক্তব্য থেকেই আন্দাজ করা যায় রেজাল্ট প্রকাশের সময়সীমা।


🔍 কোথা থেকে রেজাল্ট দেখা যাবে?

পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন নিচের অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে:

WBBSE-এর সূত্রে জানা গেছে, খাতা মূল্যায়ন ও নম্বর আপলোডের কাজ চলছে দ্রুত গতিতে।  আগের বছরের মতো এবারও অনলাইনে নম্বর আপলোড হবে।

সবার রেজাল্ট ভালো হোক – শুভ কামনা! 🎉

No comments:

Post a Comment