Breaking





Saturday, 1 March 2025

উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষা, কবে কোন পরীক্ষা? কোন দিন ছুটি? দেখে নিন একনজরে

 প্রিয় ছাত্রছাত্রী,

আর মাত্র ২ দিন, তারপরেই শুরু হতে চলেছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের যেন কোনো ভুল না হয়, তাই আজকের প্রতিবেদনে তুলে ধরা হল ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন। কবে কোন পরীক্ষা? কোন কোন দিন ছুটি রয়েছে? দেখে নিন সম্পূর্ণ পরীক্ষার রুটিন।



READ MORE : HS 2025 BENGALI SUGGESTION


পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কতৃক প্রকাশিত  রুটিন অনুযায়ী, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের ৩ তারিখ থেকে শুরু হতে চলেছে, যা চলবে মার্চ মাসের ১৮ তারিখ পর্যন্ত। সংসদের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শুরু হতে চলেছে সকাল ১০ টার সময়। বেশিরভাগ পরীক্ষাই ৩ ঘন্টা ১৫ মিনিট সময়  করে অর্থাৎ দুপুর ১ টা বেজে ১৫ মিনিটে শেষ হবে।

এক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয়, যেমন- ভিজ্যুয়াল আর্টস, মিউজিক, হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা শেষ হবে দুপুর ১২ টার সময়। সম্পূর্ণ পরীক্ষার রুটিনটি নিচে প্রকাশ করা হলো। এর পাশাপাশি প্রয়োজনে নিচে দেওয়া অফিশিয়াল লিংক থেকে সংসদের দ্বারা প্রকাশিত সম্পূর্ণ রুটিনটি ভালোভাবে যাচাই করে দেখে নিতে পারেন।



DATE DAY SUBJECT
3 মার্চ 2025 সোমবার বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি
4 মার্চ 2025 মঙ্গলবার হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি এন্ড আইটিইএস, ইলেকট্রনিক্স, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি এন্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট
5 মার্চ 2025 WEDNESDAY ইংরেজি (B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভইংরেজি
6 মার্চ 2025 বৃহস্পতিবার ইকোনোমিক্স
7 মার্চ 2025 শুক্রবার পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্টান্সি
8 মার্চ 2025 শনিবার কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস
10 মার্চ 2025 সোমবার কমার্শিয়াল আইন এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিয়লজি
11 মার্চ 2025 মঙ্গলবার রসায়ন, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, আরবিক, ফ্রেঞ্চ
13 মার্চ 2025 বৃহস্পতিবার গণিত, সাইকোলজি, অ্যান্থোপলোজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস
17 মার্চ 2025 সোমবার বায়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
18 মার্চ 2025 মঙ্গলবার স্ট্যাটিস্টিক, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টয়োলজি, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান



WBCHSE HS 2025 ROUTINE : DOWNLOAD NOW

No comments:

Post a Comment