Breaking





Saturday, 3 May 2025

একাদশ শ্রেণিতে ভর্তি? কোন বিষয়ে কত দরকার? বিস্তারিত আজকের প্রতিবেদনে



Eligibility for Class XI Admission Elective Subject

গত ২ মে প্রকাশিত হয়েছে দশম শ্রেণীর ফলাফল। অনেক পরীক্ষার্থী হয়তো মাধ্যমিক পাস চাকরিগুলির প্রস্তুতি নিতে শুরু করবে।কিন্তু অনেকেই নিজেকে আরো উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করবে।  এবার দেখার বিষয় একাদশ শ্রেণিতে ভর্তি হতে কোন বিষয়ে কত পেতে হবে? কোন বিষয়ে কত শতাংশ থাকলে একাদশ শ্রেণীতে সেই বিষয় নিয়ে ভর্তি হওয়া যাবে। আজকে পর্ষদ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হল।

অন্যান্য পোষ্ট
মাধ্যমিক পাশেই সরকারি চাকরি View
Neet ug 2025 admit card View
HS Reshult View

এক নজরে দেখে নেওয়া যাক কোন বিষয়ে কত থাকা দরকার।

  • অংক, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ডাটা সাইন্স, সাইবার সিকিউরিটি এসব নিয়ে পড়াশোনা করতে চাইলে গণিতে নূন্যতম 35% নম্বর দরকার। 
  • বায়োলজিক্যাল সাইন্স নিয়ে পড়াশোনা করতে হলে অবশ্যই জীবন বিজ্ঞানে ৩৫ শতাংশের উর্ধ্বে নম্বর দরকার। 
  • পদার্থবিদ্যা , রসায়ন নিয়ে পড়াশোনা করতে হলে অবশ্যই পদার্থবিদ্যায় ৩৫ শতাংশের উর্ধ্বে নম্বর দরকার।
  • ভূগোল নিয়ে পড়াশোনা করতে হলে অবশ্যই ভূগোলে ৩৫ শতাংশের উর্ধ্বে নম্বর দরকার।

No comments:

Post a Comment