প্রিয় ছাত্রছাত্রী,
সামনেই তোমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অর্থাৎ প্যারামেডিক্যাল পরীক্ষা । আজকের প্রতিবেদনে এই পরীক্ষার বায়োলজির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
1.Which one of the following is a characteristic feature of
the class Mammalia?
(A) Pneumatic bones
(B) Synsacrum
(C) Seven lumber vertebrae
(D) Seven cervical vertebrae
1.নিমোক্ত
কোনটি স্তন্যপায়ী প্রাণীদের চারিত্রিক বৈশিষ্ট্য?
(A) বায়ুযুক্ত অস্থি
(B) সিনস্যাক্রাম
(C) সাতটি লাম্বার কশেরুকা
(D) সাতটি সারভাইক্যাল কশেরুকা
2. Which of the following is a sensory cranial nerve?
(A) Vagus
(B) Abducent
(C) Oculomotor
(D) Optic
2. নীচের
কোনটি সংজ্ঞাবাহ করোটীয় স্নায়ু?
(A) ভেগাস
(B) অ্যাবডুসেন্ট
(C) অকিউলোমোটর
(D) অপটিক
3. Which one of the following cell secretes HCI?
(A) Paneth cell
(B) Peptic cell
(C) Oxyntic cell
(D) Gastric-G cell
3. নিম্নলিখিক্ত
কোন কোশটি HCI ক্ষরণ করে?
(A) প্যানেথ কোশ
(C) অক্সিনটিক কোশ
(B) পেপটিক কোশ
(D) গ্যাস্টিক G কোশ
4. Which of the following vaccines protects from hooping
cough?
(A) TT
(B) MMR
(C) BCG
(D) DPT
4. নিম্নলিখিক্ত কোন টীকাটি 'হুপিং-কাফ'
থেকে
সুরক্ষা দেয়?
(A) TT
(B) MMR
(C) BCG
(D) DPT
5.Which part of the nephron is engaged in glucose
reabsorption?
(A) Distal convoluted tubule
(B) Henley's loop situated in renal medulla
(C) Proximal convoluted tubule
(D) Henley's loop situated in renal cortex.
5. নেফ্রনের
কোন অংশটি গ্লুকোজ পুনর্বিশোষণের জন্য নিয়োজিত?
(A) দূর সংবর্ত নালিকা
(B) বৃক্কের মেডালায় অবস্থিত হেনলে'র
ল্যুপ
(C) পরা সংবর্ত নালিকা
(D) বৃক্কের কর্টেক্সে অবস্থিত হেনলে'র
ল্যুপ
6. Crossing over in a meiotic cell takes place during
(A) Pachytene of Prophase-I
(B) Diplotene of Prophase-I
(C) Zygotene of Prophase -I
(D) Metaphase-II
6. একটি
মিওটিক কোষে ক্রসিংওভার সংঘটিত হয়
(A) প্রোফেজ। এর প্যাকাইটিন দশায়
(B) প্রোফেজ। এর ডিপ্লোটিন দশায়
(C) প্রোফেজ। এর জাইগোটিন দশায়
(D) মেটাফেজ-11 দশায়
7. In which of the following events phragmoplast is related?
(A) Asexual reproduction in algae
(C) Cell elongation in plants
(B) Asexual reproduction in fungi
(D) Cell division in plants.
7. নিম্নলিখিক্ত
কোন ঘটনাটির সঙ্গে ফ্রাগমোপ্লাষ্ট সম্পর্কিত?
(A) শৈবালের অযৌন জনন
(B) ছত্রাকের অযৌন জনন
(C) উদ্ভিদ কোষের প্রলম্বিত হওয়া
(D) উদ্ভিদের কোষ বিভাজন
8. Xylem is a type of
(A) Simple tissue
(B) Meristematic tissue
(C) Complex tissue
(D) Reserve food material in plants
8. জাইলেম
হল এক ধরনের
(A) সরল কলা
(B) ভাজক কলা
(C) জটিল কলা
(D) উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য পদার্থ
9. The enzyme that is necessary for seed germination is
(A) alpha amylase
(B) Gelatinase
(C) Lipase
(D) Protease
9. বীজের
অঙ্কুরোদগমের সময় প্রয়োজনীয় উৎসেচকটি হল
(A) Alpha অ্যামাইলেজ
(B) জিলাটিনেজ
(C) লাইপেজ
(ID) প্রোটিয়েজ
10. In human, Addison's disease is caused by
(A) hyposecretion of growth hormone
(B) hyposecretion of thyroxine
(C) hyposecretion of glucocorticoids
(D) hyposecretion of insulin
10. মানবদেহে
অ্যাডিসনস্ রোগ ঘটে
(A) গ্রোথ হরমোনের অল্পক্ষরণে
(B) থাইরক্সিনের অল্পক্ষরণে
(C) গ্লুকোকটিকয়েডের অল্পক্ষরণে
(D) ইনসুলিনের অল্পক্ষরণে
11. Which chronic respiratory disorder occurs due to
cigarette smoking?
(A) Asthma
(B) Emphysema
C) Bronchitis
D) Apnoea
11.কোন দীর্ঘায়িত শ্বসনজনিত ব্যাধি সিগারেট
ধূমপানের কারণে ঘটে?
(A) অ্যাজমা
(B) এমফাইসিমা
(C) ব্রংকাইটিস
(D) অ্যাপনিয়া
12. The ribosomal RNA having sedimentation co-efficient of
16S is found in
(A) Bacterial ribosome
(C) Virus
(B) Eukaryotic ribosome
(D) Malarial parasite
12. 16S অধঃক্ষেপন গুণাঙ্ক-সহ রাইবোজোমাল আর এন এ দেখা
যায়
(A) ব্যাকটিরিয়ার রাইবোজোমে
(B) ইউক্যারিওটিক রাইবোজোমে
(C) ভাইরাস-এ
(D) ম্যালেরিয়ার পরজীবীতে
13. Which of the following protein is the major component of
mitotic spindle?
(A) Actin
(B) Myosin
(C) Tubulin
(D) Myoglobin
নিম্নলিখিক্ত কোন প্রোটিনটি মাইটোটিক স্পিন্ডল
এর প্রধান উপাদান?
(A) অ্যাকটিন
(B) মায়োসিন
(C) টিউবিউলিন
(D) মায়োগ্লোবিন
14. Which of the following plant groups is known to produce
seeds?
(A) Bryophytes
(B) Pteridophytes
(C) Algae
(D) Gymnosperms
14. নিম্নলিখিক্ত কোন উদ্ভিদকুলকে বীজধারণকারী বলে?
(A) ব্রায়োফাইটস
(B) টেরিডোফাইটস
(C) অ্যালগি (শৈবাল)
(D) জিমোস্পার্মস (ব্যক্তবীজী)
15. Ball and socket joint is found in
(A) Knee
(B) Skull
(C) Shoulder
(D) Atlas and axes
15. 'বল ও সকেট সন্ধি' দেখা যায়
(A) হাঁটুতে
(B) করোটিতে
(C) কাঁধে
(D) অ্যাটলাস এবং অ্যাক্সেস-এ
16. The enzyme present in lacrimal gland is
(A) Diastase
(B) Ligase
(C) Lysozyme
(D) Pyruvate dehydrogenase
16. অশ্রুগ্রন্থিতে
উপস্থিত উৎসেচকটি হল
(A) ডায়াস্টেজ
(B) লাইগেজ
(C) লাইসোজাইম
(D) পাইরভেট ডিহাইড্রোজিনেজ
17. Which of the following factors prevents the formation of
blood clot within blood vessel?
(A) Heparin
(B) Fibrinogen
(C) Factor VIII
(D) Thrombin
17. নিম্নোক্ত শর্তগুলির মধ্যে কোনটি রক্তনালীর
অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়?
(A) হেপারিন
(B) ফাইব্রিনোজেন
(C) ফ্যাক্টর VIII
(D) প্রথম্বিন
18. Which one of the following muscular/skeletal disorder is
due to auto immune dis-ease?
(A) Tetanus
(B) Osteoarthritis
(C) Myasthenia gravis
(D) Gout
18. নিচের কোন পেশী বা অস্থি (কঙ্কাল) জনিত
অসুস্থতাটি অটো-ইমিউন ডিজিস এর কারণে ঘটে?
(ক) টিটেনাস
(খ) অস্টিওআর্থ্রাইটিস
(গ) মায়েসথেনিয়া গ্রেভিস
(ঘ) গাউট বা গেঁটে বাত
19. Which of the following is a stop codon?
(A) UAG
(B) GTA
(C) TTT
(D) AAA
19. নিম্নলিখিক্ত
কোনটি হলো একটি স্টপ কোডন?
(A) UAG (B)
GTA (C) TTT (D) AAA
20. Cross pollination by wind is called
(A) Anemophily (B) Malacophily (C)
Entomophily (D)
Ornithophily
20. বায়ু দ্বারা ঘটিত ইতর পরাগসংযোগকে বলে
(A) অ্যানেমোফিলি (B) ম্যালাকোফিলি (C) এন্টোমোফিলি (D) অর্নিথোফিলি
21 Grana are associated with
(A) Light reactions of photosynthesis
(B) Pollen grains of angiosperms.
(C) Dark reactions of photosynthesis
(D) Both light and dark reactions of photosynthesis
21. গ্রানা-এর সাথে যা সম্পর্কিত
(A) সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া
(B) গুপ্তবীজির পরাগরেণু
(C) সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া
(D) সালোকসংশ্লেষের আলোক এবং অন্ধকার বিক্রিয়া
22. Axis axis is the scientific name of
(A) Spotted Deer (B)
Musk Deer (C) Antelope (D) Barking Deer
Axis axis বৈজ্ঞানিক নামটি হল
(A) চিতল হরিণ-এর (B) কস্তুরী হরিণ-এর (C) কৃষ্ণসার
হরিণ- এর (D) বারকিং হরিণ- এর
23. Which of the following enzymes is associated with
conversion of trypsinogen to trypin?
(A) Aldolase (B)
Enterokinase (C)
Cholecystokinase (D) Diastase
23. নিম্নলিখিক্ত কোন উৎসেচকটি ট্রিপসিনোজেন কে
ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করে?
(A) অ্যালডোলেজ (B) এন্টারোকাইনেজ (C) কোলিসিস্টোকাইনেজ (D) ডায়াসটেজ
24. How many molecules of oxygen can be carried by one
molecule of haemoglobin?
(A) 6 (B) 2 (C) 8 (D)
4
24. এক অণু হিমোগ্লোবিন দ্বারা কত অণু অক্সিজেন
পরিবাহিত হতে পারে?
(A) 6 (B) 2 (C) 8 (D)
4
25. Which one of the following cells is round and
bi-concave?
(A) Nerve cell or Neuron
(B) Eosinophil
(C) Erythrocyte
(D) Basophil
25. নীচের কোশগুলির মধ্যে কোনটি গোলাকার ও
দ্বি-অবতল?
(A) স্নায়ুকোশ বা নিউরোন
(B) ইয়োসিনোফিল
(C) এরিয়োসাইট
(D) বেসোফিল
26. Bruner's glands are found in
(A) Oesophagus
(B) Stomach
(C) Duodenum.
(D) Liver
26. রুনার্স গ্রন্থি অবস্থান করে
(A) গ্রাসনালীতে
(B) পাকস্থলীতে
(C) ডিওডিনামে
(D) যকৃৎ-এ
27. Testosterone is a
(A) Tropic hormone
(B) Gastro-intestinal hormone
(C) Steriod hormone
(D) Pheromone
27. টেস্টোস্টেরোন হল একটি
(A) উদ্দীপক হরমোন
(B) পাকঅন্ত্রীয় হরমোন
(C) স্টেরয়েড হরমোন
(D) ফেরোমোন
28. Which one is the smallest musele in human body?
(A) Sartorius
(B) Stapes
(C) Stapedius
(D) Spinal muscle
28. মানবদেহে ক্ষুদ্রতম পেশী কোনটি?
(A) সারটোরিয়াস
(B) স্টেপিস
(C) স্টেপিডিয়াস
(D) স্পাইনাল পেশী (সুষুমীয়
পেশী)
29. In which phase of cell division recombinase enzyme
participates during gamete formation?
(A) Prophase-I
(B) Prophase-II
(C) Metaphase-I
(D) Anaphase-II
29. গ্যামেট উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশায়
রিকম্বিনেজ উৎসেচক অংশগ্রহণ করে?
(A) প্রোফেজ-১
(B) প্রোফেজ- ২
(C) মেটাফেজ-১
(D) এনাফেজ-২
30. Which of the following parasites has no intermediate
host?
(A) Fasciola (B)
Taenia (C) Plasmodium (D)
Ascaris
নিম্নোক্ত পরজীবীগুলির মধ্যে কোনটির অন্তবর্তী
পোষক নেই?
(A) Fasciola (B)
Taenia (C) Plasmodium (D)
Ascaris
31. The primary building blocks of a RNA are
(A) Nitrogenous bases, phosphates and ribose sugar
(B) Nitrogenous bases, phosphates and deoxyribose sugar
(C) Phosphorous bases, nitrogen and ribose sugar
(D) Phosphorous bases, nitrogen and hydrogen
32. RNAএর প্রাথমিক গঠনের উপাদান গুলি হল
(A) নাইট্রোজেন ঘটিত বেস, ফসফেট এবং
রাইবোজ শর্করা
(B) নাইট্রোজেন ঘটিত বেস, ফসফেট এবং
ডিঅক্সিরাইবোজ শর্করা
(C) ফসফরাস বেস, নাইট্রোজেন এবং
রাইবোজ শর্করা
(D) ফসফরাস বেস, নাইট্রোজেন এবং
হাইড্রোজেন
33. Which of the following elements is a component of
chlorophyll?
(A) Magnesium
(B) Manganese
(C) Iron
(D) Zinc
নিম্নলিখিক্ত মৌলগুলির মধ্যে কোনটি ক্লোরোফিলের
উপাদান?
(A) ম্যাগনেসিয়াম
(B) ম্যাঙ্গানীজ
(C) আয়রন
(D) জিয়
34. Which one of the following plant hormone causes apical
dominance?
(A) GA3
(B) BAP
(C) ABA
(D) IAA
নিম্নলিখিক্ত কোন উদ্ভিদ হরমোনটি অগ্রজ বৃদ্ধি
ঘটায়?
(A) GA3 (B) BAP (C) ABA (D) IAA
35. Olfactory organ of snake is
(A) Jacobson's organ
(B) Jackson's organ
(C) Johnson's organ
(D) Lateral line
35. সাপের ঘ্রাণ নেবার অঙ্গটি হল
(A) জ্যাকবসনের অঙ্গ
(B) জ্যাকসনের অঙ্গ
(C) জনসনের অঙ্গ
(D) পার্শ্বরেখা
No comments:
Post a Comment