Breaking





Sunday, 13 April 2025

PLANT KINGDOM MCQ FOR JENPAS UG 2025: জেনপাস ২০২৫

 প্রিয় ছাত্রছাত্রীরা আজকের প্রতিবেদনে তোমরা পাবে উদ্ভিদ রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্নোত্তর,যা তোমাদের পরীক্ষায় আসবে ।



1. রেড সি যে কারনে লাল তা হল-

(A) ইউব্যাকটেরিয়া

(B) ব্রায়োফাইটা

(C) শৈবাল

(D) মস

2. ফার্ণের শুক্রাণু গুলি -

(A) এক ফ্লাজেলা যুক্ত

(B) দুটি ফ্লাজেলা যুক্ত

(C) বহু ফ্লাজেলা যুক্ত

(D) ফ্লাজেলাবিহীন

3. ফার্নের রেণু উৎপাদনের সময় কি বিভাজন ঘটে?

(A) মাইটোসিস

(B) অ্যামাইটোসিস

(C) মিয়োসিস

(D) B & A

4. কেল্প হল-

(A) আংশিকভাবে বিয়োজিত উদ্ভিদের অংশ

(B) সমুদ্রের আয়োডিন সমৃদ্ধ আগাছা

(C) অ্যালুমিনিয়াম সিলিকেট যুক্ত যৌগ

(D) কোনোটিই নয়

5. Riccia-র ক্ষেত্রে ক্যালিপট্রা গঠিত হয়-

(A) জাইগোট থেকে

(B) স্ত্রীধানী থেকে

(C) এন্ডোথেসিয়াম থেকে

(D) জাইগোট ও স্ত্রীধানি থেকে

6. কোন প্রজাতির শৈবালে Globule Nucule দেখা যায়?

(A) Rhizopus

(B) Oedogonium

(C) Calamites

(D) Chara

7. ভাসমান টেরিডোফাইটা হল-

(A) Dryopteris

(B) Equisetum

(C) Nymphaea

(D) কোনোটিই নয়

8. ওয়াটার সিল্ক কাকে বলে?

(A) পলিসাইফোনিয়া

(B) পরফাইরা

(C) স্পাইরোগাইরা

(D) ল্যামিনারিয়া

9. কোন শৈবালকে রেলিং অ্যালগি বলা হয়?

(A) ক্ল্যামাইডোমোনাস

(B) ভলভক্স

(C) A & B

(D) স্পাইরোগাইরা

10. ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদদেহটি হল-

(A) লিঙ্গধর

(B) রেনুষর

(C) A B উভয়েই

(D) কোনোটিই নয়

11. ক্যারাজেন পাওয়া যায়-

(A) শুধুমাত্র রোডোফাইসি থেকে

(B) শুধুমাত্র ফিওফাইসি থেকে

(C) ক্লোরোফাইসি ও ফিওফাইসি থেকে

(D) ফিওফাইসি ও রোডোফাইসি থেকে

12. কোনটি ভুল জোড়?

(A) পরফাইরা - ফ্লোরিডিয়ান স্টার্চ

(B) এক্টোকারপাস-ফিউকোজ্যান্থিন

(C) ভলভক্স - স্টার্চ

(D) ইউথোলিক্স – ম্যানিটল

13. সেলাজিনেলা ও সালভিনিয়ার রেণুগুলি কী প্রকৃতির?

(A) হোমোস্পোরাস

(B) হেটেরোস্পোরাস

(C) স্ট্রোবিলি

(D) B & C

14. ক্লাব মস কাকে বলা হয়?

(A) Selaginella

(B) Lycopodium

(C) Equisteum

(D) A & C

15. ফিউকোজ্যান্থিন রঞ্জক কোন শৈবালে দেখা যায়?

(A) লোহিত শৈবাল

(B) বাদামি শৈবাল

(C) সবুজ শৈবাল

(D) A & B

16. Polysiphonia নামক শৈবালের ব্যবহার কীসে হয়?

(A) আগার প্রস্তুতিতে

(B) গবাদি পশুর খাবার হিসাবে

(C) A & B

(D) কোনোটিই নয়

17. রোডোফাইটার অযৌন জনন কিসের দ্বারা সম্পন্ন হয়?

(A) রেণু উৎপাদন

(B) কনিডিয়া

(C) বাইনারি ফিসন

(D) B & C

18. আইসোগ্যামি পদ্ধতিতে জনন সম্পন্ন করে-

(A) Ulothrix

(B) Spirogyra

(C) Eudornia

(D) A & B

19. Equisetum কার অন্তর্গত?

(A) ফেনোপসিডা

(B) টেরোপসিডা

(C) লাইকপসিডা

(D) সিলোপসিডা

20. Fucus -র জীবনচক্র

(A) ডিপ্লন্টিক

(B) ট্রিপ্লন্টিক

(C) হ্যাপ্লস্টিক

(D) হ্যাপ্ল-ডিপ্লন্টিক

21. 'আইসোমরফিক ডিপ্লোবায়োন্টিক জনুক্রম নীচের কোনটিতে দৃশ্যমান?

(A) Mucur

(B) Ectocarpus

(C) Dryopteris

(D) Spirogyra

22. নীচের কোন শৈবালে ডিপ্লান্টিক জনুক্রম দেখা যায়?

(A) Spirogyra

(B) Fucus

(C) Polysiphonia

(D) Ulothrix

23. ব্রায়োফাইটাতে মূলের বদলে কি উপস্থিত?

(A) রাইজয়েড

(B)ক্যালিপট্রা

(C) অ্যান্থেরিডিয়াম

(D) আর্কিগোনিয়াম

24. ক্যারাজিন পাওয়া যায়-

(A) লাল শৈবালে

(B)বাদামি শৈবালে

(C) সবুজ শৈবালে

(D) B & C

25. কোনটি ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যের নয়?

(A) প্যারেনকাইমা কলার উপস্থিতি

(B) থ্যালাস প্রকৃতির উদ্ভিদদেহ

(C) উগোনিয়ামের উপস্থিতি

(D) রেণুধর দশা, লিঙ্গধর দশার ওপর নির্ভরশীল

26. মূলে মাইকোরাইজা থাকে -

(A) ব্যাক্তবীজী উদ্ভিদে

(B) গুপ্তবীজী উদ্ভিদে

(C) উভয়েই

(D) কোনোটিই নয়

27. নীচের কোন শৈবালে ডিপ্লান্টিক জনুক্রম দেখা যায়?

(A) Spirogyra

(B) Fucus

(C) Polysiphonia

(D) Ulothrix

28. কার ক্ষেত্রে প্রধান উদ্ভিদদেহটি মূল, কান্ড, পাতায় বিভেদিত?

(A) টেরিডোফাইটা

(B) নীলাভ সবুজ শৈবাল

(C) ব্রায়োফাইটা

(D) কোনোটিই নয়

29. বিসদৃশটি চিহ্নিত করো-

(A) অ্যালগি-বাদামি শৈবাল

(B) আগার- ক্লোরেল্লা

(C) ক্যারাজিন-লাল শৈবাল

(D) এককোশী প্রোটিন - Spirulina

30. একটি পরজীবী শৈবাল হল-

(A) ক্ল্যামাইডোমোনাস

(B) সেফালিউরোস

(C) ল্যামিনারিয়া

(D) সবকটি


No comments:

Post a Comment