প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই জানো আগামী ২রা মে তোমাদের মাধ্যমিক ২০২৫ এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, আজকের প্রতিবেদনে তোমরা জানতে পারবে কত নম্বর পেলে তোমরা কোন গ্রেড এবং কোন ডিভিশন পাবে, কিংবা স্টার বা লেটার পেতে কত নম্বর প্রয়োজন তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিও ।
মাধ্যমিক পরীক্ষা:
ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক আবার এই পরীক্ষার নম্বর ভবিষ্যতে বেশকিছু পরীক্ষা বা চাকরি বা একাদশ শ্রেণিতে ভর্তির সময় কাজে লাগবে তাই আজকের প্রতিবেদন । চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার পর্যন্ত।
মাধ্যমিক পাশ মার্ক:
মাধ্যমিকে মোট ৭টি বিষয় রয়েছে, ৭টি বিষয়ের মোট পূর্ণমান হল ১০০ নম্বার, অর্থাৎ সব বিষয় মিলিয়ে মোট ৭০০। মাধ্যমিক পরীক্ষার প্রতিটি বিষয়ের নাম্বার দুটি ভাগে বিভক্ত; একটি হল লিখিত (Written Paper) যার পূর্ণমান ৯০ এবং প্রজেক্ট বা প্রকল্প (Project) যার মান ১০, এভাবে প্রতিটি বিষয়ের মোট ১০০।মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাস নাম্বার হল ২৫। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকে পাস করার জন্য প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ২৫ বা তার বেশি তুলতে হবে। যদি কোন ছাত্র বা ছাত্রীর মাধ্যমিকের কোন একটি বিষয়ের নাম্বার ২৫ এর নিচে বা অনুপস্থিত থাকে তাহলে অকৃতকার্য (Fail) হিসেবে গণ্য হবে।
MADHYAMIK EXAM IN NUTSHELL:
MADHYAMIK GARDE SYSTEM :
নতুন সিলেবাসে নতুন নিয়মের সম্পূর্ণ রেজাল্ট গ্রেড হিসেবে (Grade) হয়ে থাকে। এবার নিম্নলিখিত তালিকার মাধ্যমে দেখে নেওয়া যাক ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন গ্রেড পাবে।
No comments:
Post a Comment