৩ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা সাথে চলছে ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমেস্টার। উচ্চ-মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১৮মার্চ। এবছর শেষবারের মতো প্রথাগত বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন রাজ্যের পড়ুয়ারা। আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক হতে চলেছে সেমিস্টার পদ্ধতিতে। নতুন এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস থেকে পড়াশোনার ধরণ সবকিছু আমূল বদলে যেতে চলেছে। একাদশ শ্রেণি পাশ করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উঠতে চলছেন তাঁদের জন্য উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চালু করা হচ্ছে একটি নতুন নিয়ম। আজকের প্রতিবেদনে জেনে নেবো সেই নতুন নিয়ম ।
উচ্চ-মাধ্যমিক ২০২৬ ( Higher Secondary 2026 ) :
এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরনো পর্যন্ত অপেক্ষা করতে হত। তারপর শুরু হতো তাদের স্কুলের পড়াশোনা। কিন্তু জানা যাচ্ছে, এবার থেকে আর রেজাল্টের জন্য অপেক্ষা করবে না স্কুল। পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মাথায় শুরু হয়ে যাবে দ্বাদশ শ্রেণির ক্লাস।রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত অপেক্ষা করে অযথা সময় নষ্ট করতে চায়না উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মাথায় ক্লাস শুরু করে দিতে চাইছে সংসদ। এবছর ২২ মার্চ শেষ হবে একাদশ শ্রেণির সেকেন্ড সেমেস্টার পরীক্ষা। তারপর ১ এপ্রিল থেকে ক্লাস শুরু করতে চাইছে সংসদ। ছাত্রছাত্রীদের সিলেবাস দ্রুত শেষ করা ও ক্লাসমুখী করাই এই নতুন পদক্ষেপের উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।জানা যাচ্ছে, এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি নির্দেশিকাও জারি করা হবে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।
No comments:
Post a Comment